You can't buy love on eBay.
কোথায় যেন পড়ে ছিলাম ভালবাসা নাকি মাছরাঙ্গা পাখী
একে অপরের ভেজা পালক খুঁটে দেয়া,
ভালোবাসা নাকি নিশীতের ঘুটঘুট অন্ধকারে
সিংহল থেকে মালয় পর্যন্ত কাউকে খুঁজে না পাওয়া।
ভালোবাসা নাকি আর্চিস গ্যালারী
পকেট থেকে ফাও কিছু পয়সা চলে যাওয়া,
ভালোবাসা নাকি কারো মৃত্যুর আনন্দে
শাহজাহানের মতো তাজমহল গড়ে তোলা।
ভালোবাসা নাকি একশ একটা গন্ধ হীন নীল পদ্মের বিনিময়ে
কারো বুকে আতরের গন্ধ খুঁজা।
ভালোবাসা কি তবে মক্তবের মেয়ে
সেই চুল খোলা আয়শা আক্তার।
আসলে ভালোবাসা হলো লাইলী-মজনু
আর শিরি-ফরহাদের কল্পকথা!!
(ভালোবাসা হলো ধানমন্ডী লেকের পারে
একটি ভাল বাসা।)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।