আমাদের কথা খুঁজে নিন

   

অবশেষে ইউরিয়ার দাম কমছে

মেয়াদের একেবারে শেষ সময়ে এসে ঘুম ভাঙছে সরকারের। এক লাফে ৮ টাকা দাম বাড়ানোর প্রায় দেড় বছর পর ইউরিয়া সারের দাম কমানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। এক্ষেত্রে আগের দামে অর্থাৎ প্রতি কেজি ১২ টাকা থেকে ১৪ টাকা নির্ধারণ হতে পারে। অস্বাভাবিকভাবে ইউরিয়া সারের দাম বৃদ্ধির ফলে মাঠ পর্যায়ে কৃষকেদের অসন্তুষ্টি এবং একই সঙ্গে উৎপাদন কমে যাওয়ায় টনক নড়েছে সরকারের। রবিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে ইউরিয়া সারের দাম নিয়ে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীকে এক হাত নিয়েছেন দলের নেতারা। এ তথ্য জানিয়ে গতকাল একাধিক মন্ত্রী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ইউরিয়া সারের দাম বৃদ্ধির প্রভাব যে কৃষক পর্যায়ে ব্যাপকভাবে পড়েছে সেটা দলের মন্ত্রী এবং সংসদ সদস্যরা হারে হারে টের পাচ্ছেন। এ কারণেই এখন দাম কমানোর চিন্তা ভাবনা চলছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন মন্ত্রী গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সুষম সার বন্টনের অজুহাত দেখিয়ে কৃষি মন্ত্রণালয় ইউরিয়া সারের দাম বৃদ্ধির জন্য উঠেপড়ে লাগে বছর দেড়েক আগে। শেষ পর্যন্ত তাদের প্রস্তাবে সারা দিয়ে সরকার ২০১১ সালের জুন মাসে প্রতি কেজি ইউরিয়া সারের দাম ১২ টাকা থেকে বাড়িয়ে ২০ টাকা নির্ধারণ করে। কিন্তু যে কথা বলে এবং যে উদ্দেশ্যে ইউরিয়া সারের দাম বাড়ানো হয়েছিল তার কোনো ইতিবাচক ফল পাওয়া যায়নি। বরং এতে কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। উৎপাদন কমেছে কৃষির। ক্ষুদ্র চাষীরা নিজেদের গুটিয়ে নিয়েছে। এ অবস্থায় সারের দাম কমানোর জন্য কৃষক পর্যায় থেকে নানাভাবে চাপ দেওয়া হলেও এখন পর্যন্ত বাড়তি মূল্যই বহাল আছে। একাধিক মন্ত্রী ও সংসদ সদস্য জানান, ইউরিয়া সারের দাম বৃদ্ধির পর থেকেই মাঠ পর্যায়ে কৃষকরা দলীয় মন্ত্রী ও সংসদ সদস্যদের সারের দাম কমানোর জন্য বার বার বলে আসছেন। কিন্তু বিষয়টি কোনোভাবেই কৃষিমন্ত্রীকে বুঝানো যাচ্ছিল না। তিনি ইউরিয়া সারের দামের বিষয়ে নিজের অবস্থানে অনঢ় ছিলেন। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায় রবিবার আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে ইউরিয়া সারের দামের বিষয়টি উত্থাপন করেন প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম। তিনি সারের দাম কমানোর প্রস্তাব করেন। কিন্তু বিষয়টি নিয়ে যথারীতি আপত্তি জানান কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। এক পর্যায়ে সার নিয়ে ব্যাপক আলোচনার পর ইউরিয়া সারের দাম কমানোর নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে খাদ্যমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ইউরিয়া সারের দাম কমানোর নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগির সিদ্ধান্তটি জানিয়ে দেওয়া হবে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.