আমাদের কথা খুঁজে নিন

   

ইসিকে সরকার পরিচালনার দায়িত্বে চায় আইনজী÷

সংবিধান অনুযায়ী দেশে এখন 'নির্বাচনকাল' শুরু হয়েছে উল্লেখ করে নির্বাচন কমিশনকে (ইসি) সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণের আহ্বান জানিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। একই সঙ্গে জেলা জজদের রিটার্নিং অফিসারের দায়িত্ব দেওয়ারও দাবি জানানো হয়। গতকাল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ফোরামের সভাপতি ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া এ আহ্বান জানান। ব্যারিস্টার রফিক বলেন, সংবিধানের ১২৩ অনুচ্ছেদ কার্যকর হলে ৭২ অনুচ্ছেদ অকার্যকর হয়ে যাবে। অর্থাৎ সংসদ অধিবেশন বসার ৬০ দিনের বাধ্যবাধকতাও অকার্যকর হয়ে যায়। এরই মধ্যে নির্বাচনকাল শুরু হয়ে গেছে। এ সময়ে মন্ত্রীরা দৈনন্দিন কাজ করবেন। সরকার পরিচালনার দায়িত্ব চলে যাবে নির্বাচন কমিশনের হাতে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার একক ইচ্ছা বাস্তবায়নের জন্য সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকারের বিধান তুলে দেওয়া হয়েছে। তিনি ডিসি-এসপি পদে পছন্দের লোক বসিয়ে 'সোনার সংসার' সাজিয়েছেন। জেলা জজদের রিটার্নিং অফিসারের দায়িত্ব দিলে সেই 'সোনার সংসার' ভেঙে যাবে। আমরা জেলা জজদের দায়িত্ব দেওয়ার দাবি জানাচ্ছি। আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরী প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.