আমিতো দেখিনা হায়, বন্ধচোখে অন্ধচোখে
আকাশে কালো মেঘের অকস্মাৎ আনাগনা
অবিরত বাজ-এ আলো শব্দের খেলা,
প্রবল বর্ষনে ভরা নদীতে বানের ডাক
জলোস্বাসের তাড়নায় অস্থির দরিয়া,
বেজে উঠে প্রলয় ডঙ্কা পৃথিবীর হৃদয়ে
কোন এক সুরেলা কন্ঠের হঠাৎ আবির্ভাবে।
পৃথিবী অন্ধকার অমাবস্যার প্রভাব
নিঃস্তব্ধ রজনীতে ঝিঁঝিঁ পোকার ডাক,
তখনো কেউ কেউ ডুমুর গাছের নীচে
সেই না ফোটা ফুলের অস্তিত্বের অপেক্ষায়.....
ঠিক তখনি জেগে ওঠে পূর্ণিমার চাঁদ
সে লজ্জায় অমাবস্যাও মুখ লুকায়।
রিমঝিম রিমঝিম সেই সুরের মূর্ছনায়
অগনিত হৃদয় হাওয়ায় ভেসে যায়,
অশান্ত পৃথিবীর অলৌকিক অস্থিরতায়
এক অমাবস্যা তার অস্তিত্বকে হারায়।।
.................................................
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।