কল্পকথার গল্প লিখে কি হবে
স্বপ্নদেখার জাল বুনে কি হবে
জীবনের সময়গুলো বড় অন্যরকম
সুখেরই পায়রা হয়ে থাকবে কত জীবন?
ফাগুনের আগুন লাগা কৃষ্ণচূড়ার বনে
গেয়ে যায় কোকিল কুহু বড়ই আপন মনে
সুখেরই দিন খুঁজে সময় শুধু পার
কত আর খুঁজবে জীবন এলোমেলো ঘুরে।
স্বপ্নচারী মানুষগুলো স্বপ্ন খুঁজে ফিরে
জীবনের স্বপ্নভেঙ্গে আঘাত শুধু মেলে
তাই স্বপ্নদেখার জাল বুনে কি হবে?
হৃদয় নদীর স্বপ্ন স্রোতে ভাসিয়ে জীবন
কল্পকথার গল্প লিখে কি হবে?
স্বপ্নচারী মানুষ গুলো স্বপ্ন খুঁজে ফেরে
জীবনের স্বপ্ন ভেঙ্গে আঘাত শুধু মেলে
নিষ্ঠুর কষাঘাতে ঝড় তুলে সময় চলে বয়ে
জীবনে আগুন লাগা ঝড়ের তুমুল বাঁধন
ছুটে যায় দুকুল ভাঙ্গা ভিষণ রকম প্লাবন
তবু ও স্বপ্নচারী স্বপ্ন খুঁজে ফেরে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।