বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুন্য হউক, পুন্য হউক, পুন্য হউক, হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পুর্ন হউক, পূর্ন হউক, পূর্ন হ্উক, হে ভগবান।রবীন্দ্রনাথ
এক ধরনের গান বা সুরই হল Blues । মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণের আফ্রিকান-আমেরিকার গোষ্টীতেই Blues এর উদ্ভব। সময়কাল? উনিশ শতকের শেষ। আফ্রিকার গানের সুর ও স্টাইল, আধ্যাত্মিকতা এবং পরাধীন আফ্রিকান দাসদের নিভৃত কান্না মিশিয়েই
-Blues এর সৃষ্টি হয়েছিল। বিংশ শতকে অসম্ভব জনপ্রিয়তা পায় Blues এবং পরে বিশ্বের অন্যান্য স্থানেও জনপ্রিয় হয়ে ওঠে।
Blues শব্দটির মানে বিষন্নতার অনুভূতি।
সুরও তাই বলে।
এগার বছরের মার্কিন বালকের বাজানে Blues এর সুর ...
অ্যাকুয়েস্টিক গিটারে ...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।