নিজেকে খুঁজে ফিরি আর সবার মাঝে
আমার চোখের মাঝে
একটুও ঘুম নেই
কোথায় গিয়েছে সব
বলতে পারিনে
সারারাত একা একা
জেগে রই
কথা কই
নিজেরই সাথে
সাক্ষাত হয় মাঝে মাঝে
সোনালি কৈশোর
কোথায় হারিয়ে গেল
ঘুমচোখে ঢুলুঢুলু
বালক আমি
রাতজাগা ছাত্রজীবন
তবে কি আমার ঘুম
চলে গেল
শৈশবের সন্ধ্যায়?
দিদির মুখের থেকে খইফোটা
রূপকথার ডালিমকুমার
সেজেছি নিজেই আমি
পঙ্ক্ষিরাজে চলছি উড়ে
কঙ্কাবতীর দেশে
অথচ আমার চোখে ঘুম নেই
রাত নেই দিন নেই
সব একাকার
আমার স্বপ্নের ঘোড়া উড়ে চলে দিন রাত
একটুও বিরাম নেই
মাঝে মাঝে প্রসব করে
অদ্ভুত সন্তান
সারি সারি শব্দ
নাম তার কবিতা
আমার চোখের মাঝে
একটুও ঘুম নেই
স্বপ্নের ঘোড়াটা থামাও
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।