আমাদের কথা খুঁজে নিন

   

"নীরবতার মনে মনে, আবোল-তাবোল আলাপনে"

ঘুনে খাওয়া হৃদয়টাকে নিয়ে চলতে চলতে আজকাল খুব ক্লান্ত লাগে নিজেকে..

তোমাকে বলিনি সে কথা, বুঝতেও দিইনি। তোমাকে না করে দেয়াটা যে এতটা কঠিন হবে আমি নিজেও কখনো বুঝিনি। তুমিতো জানো না, তোমাকে না বলতে গিয়ে কতবার ছিঁড়েছে হৃদয়, তুমুলভাবে বিদ্ধস্ত হয়েছে মন। ভেজা ভেজা নীরব কান্নায় বুক ফেঁটেছে কতবার, তোমাকে বুঝতে দিইনি। ভালোবাসার ডানায় ভেসে ভেসে সারা পৃথিবী দেখতে চাওয়া আমি নিজ হাতেই কিনা হত্যা করলাম ভালোবাসাকে? কি করে পারলাম? আমার কান্নার আওয়াজ তোমার কানে পৌছোয়নি সেদিন, এই যান্ত্রিক শহর গোগ্রাসে গিলেছে তাকে নিমেষেই।

গভীর বেদনার চাদরে ঢেকে যাওয়া আমি নিতান্ত অসহায় এক বালকের মতন বিদায়ের ভেলায় ভাসিয়েছিলাম তোমাকে, সাথে নিজের সমস্ত সুখকেও। এখনও মাঝরাতে অন্ধকার জানালার গ্রীল ঠান্ডা শব্দের নিঃশ্বাসে শুনিয়ে যায় বিরহের গান, আমিও প্রবল আগ্রহী শ্রোতার পোশাকে মাথা দুলিয়ে দুলিয়ে শুনে যাই নিশ্চুপ অন্ধকারের ফোটা ফোটা কথোপকথন। স্মৃতির ফ্রেমে ঘুন পোকার গুঞ্জরণে এখনও দু'চোখে নদী নদী ভাব জাগে। চিন্তার সাগরে জোয়ারের পতন ধ্বনিতে এখনও বিচলিত হয়ে স্বপ্নে বিভোর সুতোর পথে হেঁটে হেঁটে যাই নিরিবিলি প্রান্তরের খোঁজে। এখনও ভোর রাতে ঘুমোতে যাবার আগে কালো আকাশকে দুহাত নেড়ে নেড়ে জানাই বিদায়! বিদায়! ঠিক তেমনি করে তেমনি সুরে, তোমাকে জানিয়েছিলাম যেমন।

কিন্তু, প্রতি সন্ধ্যায় ফিরে পাই আবার কালো আকাশ, কালো পৃথিবী ফিরে আসে আবার, কালো আলো ঢাকে আমাকে। শুধু তুমি আসো না আবার, আসবেও না বুঝি আর, কোনদিন, কোন সন্ধ্যায়?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।