১.
যত অনুশীলন আর যত মুগ্ধতা
ছেঁড়া ঘাসের মতো.
প'ড়ে আছে শিয়রের কাছে অথবা আস্তাকুঁড়ে....অবহেলায় ।
বেড়ে উঠা করপুটের সদ্যজাত ভালোবাসা
ছিটকে পড়ে, ছুটে যায় মধ্যরাতের দিকে
২.
মুর্মূষতার শেষপ্রান্তে
যখন শবগাড়ির ছায়া গৃহদ্বারে
তখনও নীরবতার মূর্ছনা আমাকে আন্দোলিত করে
আরো বহুকাল আমি শবযাত্রায় শামিল হইনা
নির্লিপ্ততা আমাকে অহংকারী করে তোলে ।
৩.
জীবনের সমার্থক বা বিপরীতার্থক কোন শব্দই আর খুঁজে পাই না
শব্দকোষ গুলো সব পুড়ে ফেলি
ইতিহাসের সকল জ্ঞানকে তাচ্ছিল্য করতে শুরু করি
বোঝার মতো বয়ে চলা
প্রথা
ধর্ম
বিশ্বাস
আর সকল তত্ত্বজ্ঞানকে
ছুঁড়ে ফেলে দিই ডাস্টবিনে...
তখন ছেলেবেলার কথা মনে প'ড়ে
ছোট্ট চুড়ই পাখিটিকে বাঁচিয়ে তোলার মাঝেই হয়তো খুঁজে নিই,
জীবনের মানে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।