বাংলার আলো-জলে ধূলো মেখে বেড়ে ওঠা মুক্তি
একটা একটা করে দালান উঠেছে মেঘ ছুঁয়ে ছুঁয়ে
আর হারিয়ে গেছে আমার আকাশ দেখার স্বপ্ন
আমার বিশাল নীল আকাশটা ছোট হতে হতে
এখন আর দেখাই যায় না প্রায়,এক টুকরো আকাশ
উচুঁ দালান ঘেরা এক টুকরো আকাশ দেখি
পাখি দেখি না।
সাদা-কালো মেঘগুলো পালিয়ে গেছে উদ্ধত দালান দেখে
এখন বৃষ্টি হয় না, আকাশ থেকে মাঝে মাঝে এসিড ঝড়ে।
আমার সন্ধ্যা-রাতের চাঁদটা থাকে অনেক দূরে
নিয়ন আলোয় কি আর চাঁদের দেখা মেলে!
গাছগাছালি- পাখপাখালি জলদি পালাও,
শরত-হেম পালিয়ে গেছে গোপনে, আষাঢ়ে গল্পের মতোই বর্ষার বৃষ্টি
শ্রাবণ আসেনা কতোদিন কাজল কালো চোখে।
সামনের গ্রীষ্মে হাটু পানির নদীটা ভরাট করার আগেই
আমার আধমরা নদীগুলো, আমার শুকনো নালাগুলো
-যদি পার দূরে পালাও, জলদি পালাও ।
কবিরা দ্রুত চলে যাও অন্য কোথাও।
নগর আসছে, দালান আসছে, যন্ত্র আসছে
ধ্বংস আসছে, মানুষ পালাও!!
........ডন আলীম/সেপ্টেম্বর ০৭,২০১০।২১৪,জহু,ঢাবি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।