আমাদের কথা খুঁজে নিন

   

সূর্যের কাছে যাবে নাসার মহাকাশযান



** দৈনিক কালের কণ্ঠ আর বিবিসি'র সৌজন্যে এই খবরটা বিনিময় করলাম ** "সূর্যের পরিমণ্ডলে মহাকাশযান পাঠানোর পরিকল্পনা করছে নাসা। গাড়ি আকৃতির মানুষবিহীন মহাকাশযান সোলার প্রোব প্লাস (এসপিপি) ২০১৮ সালের আগে কোনো এক সময় পাঠানো হবে বলে আশা করছেন বিজ্ঞানীরা। এই অভিযানের উদ্দেশ্য, সূর্যের প্রবল তাপে ধ্বংস হয়ে যাওয়ার আগে যতটা সম্ভব তথ্য সংগ্রহ। সূর্যের কাছাকাছি যাওয়ার পর্যায়ে এক হাজার ৪০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মধ্যে পেঁৗছে যানটি ধ্বংস হয়ে যাবে। এই প্রকল্পে ব্যয় হবে ১৮ কোটি ডলার।

সূর্যের তাপমাত্রা ও তেজস্ক্রিয়তায় টিকে থাকার জন্য যন্ত্রপাতিগুলোকে কার্বনের একটি হিট-শিল্ড দিয়ে মুড়ে দেওয়া হবে। শিল্ডটি এখনো তৈরি হয়নি। ব্রিটেনের রাদারফোর্ড অ্যাপেলটন ল্যাবরেটরির সৌর-বিষয়ক পদার্থবিদ রিচার্ড হ্যারিসন বলেন, 'এখনকার দিনে সূর্য কী করে পৃথিবীর ওপর প্রভাব বিস্তার করে তা বোঝার চেষ্টা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ' ওয়াশিংটনে নাসার সদরদপ্তরের এসপিপি প্রকল্পের বিজ্ঞানী লিকা গুহাঠাকুরতা বলেন, 'প্রথমবারের মতো আমরা সূর্যকে ছুঁতে, আস্বাদ করতে এবং গন্ধ নিতে পারব। ' মহাকাশযানটির মধ্যে নানা ধরনের সরঞ্জামের মধ্যে একটি ডিটেক্টর, ত্রিমাত্রিক ক্যামেরা এবং চুম্বকীয় ক্ষেত্র পরিমাপের জন্য একটি যন্ত্র থাকবে।

" বড়ই বিচিত্র পরিকল্পনা। সাধুবাদ!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।