মইধ্যে রাইতে লুকাইয়া লুকাইয়া হাসতাম কিন্তু অহন আর হাসবারও পারি না, কিচ্চু হইলেই ঝারি মারে :( ওই কুটকুট কইরা হাসবি না!
আজ আমি পুরোপুরি নিশ্চিত হয়েছি,
একটি স্বপ্নের আত্মহনন।
আমার স্বপ্নদলের দলনেতারা,
বিশাল মিছিল, ব্যানার নিয়ে ব্যস্ত
আমার দুর্বলতা, আমি বুঝতে পারি নি।
আমি বুঝতে পারি নি,
আমার এই স্বপ্নের মৃত্যু হয়েছে সেই ৫ বছর আগে
স্বপ্নটা এখনো পড়ে আছে লাশকাটা ঘরে,
নিথর হয়ে শুয়ে আছে,
আমি এখনো স্বপ্নের দাফন দিতে পারি নি।
বয়ে চলেছি, স্বপ্নের স্মৃতিগুলোর ভার
পুরোনো বছরগুলোর সাক্ষাতে
আজি আমার মনে পড়ছে,
আমার নিজ দু হাতে,
আমার স্বপ্নের দলনেতাকে আহত করেছিলাম।
সেই খবরেই অন্যান্য স্বপ্নগুলো
মিছিল, ব্যানার, মিটিং, লাঠি নিয়ে
তাড়িয়ে বেড়াচ্ছে আমাকে।
আমি পারছি না, পারছি না
মৃত স্বপ্নটাকে কবর দিতে।
পারছি না নতুন স্বপ্নগুলোকে সঙ্গ করে
পথ পাড়ি দেয়ার প্রত্যয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।