আমাদের কথা খুঁজে নিন

   

একটি ফান পোস্ট:: আসুন ঐকিক নিয়মের অংক করি

আমার মাঝে একজন কবিকে আমি লালন করি
আসুন আবারো ফিরে যাই প্রাইমারী ক্লাসে। করি ঐকিক নিয়মের একটি ম্যাথ। তবে এখন যেহেতু সৃজনশীল পদ্ধতির যুগ তাই অংকটাও হবে সৃজনশীল ও স্পোর্টি। আপনিও করবেন আনন্দের সাথে। লাগবে না কোন প্রিপারেশন।

আছে অনেক ক্লু। সঠিক উত্তরদাতাকে পুরস্কৃত করা হবে। >> রেডি তাহলে??? প্রশ্ন: লর্ডস টেস্টের প্রথম দিনেই দুটো নো বল হয়েছে। প্রথমটি করেছেন আমের, ম্যাচের তৃতীয় ওভারের প্রথম বলে। এরপর দশম ওভারের শেষ বলটি করার সময় আসিফের পা পড়েছে দাগের বাইরে।

পরদিন অর্থাৎ শুক্রবার আমেরের তৃতীয় ওভারের তৃতীয় বলটিও ছিল নো। অবৈধ নো বলগুলো করার জন্যে তাদের দেড় লাখ পাউন্ড (১,৫০,০০০ পাউন্ড বা ২,৩০,০০০ ডলার) উৎকোচ বা ঘুষ দেয়া হয় । ক) লর্ডস টেস্টে আমির,আসিফ মোট কয়টি অবৈধ নো বল করেছেন? খ) কে সর্বাধিক নো বল করেছে? গ) প্রতিটি নো বলের মূল্য কত ছিল?(পাউন্ড ও ডলারে) ঘ) নো বল করে কে বেশি টাকা আয় করেছে? কত ডলার সে আয় করেছে? ঙ) নো বলগুলো করায় কার বেশি ক্ষতি হল?? ক্রিকেটের, আইসিসির, আমেরের না আসিফের?? তাহলে প্রিয় ব্লগারবৃন্দ রমজানের এই ছুটির দিনগুলো হেলায় না কাটিয়ে , অলস মস্তিষ্ককে ঝাঁকি দিতে চটপট করে ফেলুন একটি অংক। তুলে নিন পুরস্কার। ।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.