আমাদের কথা খুঁজে নিন

   

অর্থনীতির গতি মন্থর

রাজনৈতিক অস্থিরতা, অব্যাহত হরতাল-অবরোধের কারণে দেশের ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা বিরাজ করছে। যথাযথভাবে ঘুরছে না শিল্পের চাকা। বাড়ছে না র্কমসংস্থান। সব ক্ষেত্রেই এক ধরনের অনিশ্চয়তা কাজ করছে। ফলে সামষ্টিক অর্থনীতির গতি মন্থর হয়ে এসেছে। ব্যাংক খাতের অনিয়ম-দুর্নীতি রোধে কার্যকর কোনো পদক্ষেপ নিতে না পারায় একের পর এক কেলেঙ্কারি ঘটছে। আস্থাহীনতার কারণে চার বছরেও ঘুরে দাঁড়ায়নি শেয়ারবাজার। গ্যাস-বিদ্যুতের সংকট আর ব্যাংক ঋণের চড়া সুদের হারের কারণে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন না উদ্যোক্তারা। এর ফলে ব্যাংকে জমছে তারল্যের পাহাড়। কমছে শিল্পের মূলধনী আমদানি। অলস পড়ে থাকা ডলারের চাপে বাংলাদেশ ব্যাংকে রেকর্ড পরিমাণ রিজার্ভ কোনো কাজে আসছে না। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত রাজনৈতিক সংকটের সমাধান না হলে পরিস্থিতি ভয়াবহ রূপ নেবে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ২০১২-১৩ অর্থবছরে শিল্পের মূলধনী যন্ত্রপাতি, মধ্যবর্তী পণ্য ও শিল্পের কাঁচামাল আমদানি কমেছে আশঙ্কাজনক হারে। এ সময়ে বেসরকরি খাতে ঋণ বেড়েছে মাত্র ১১ শতাংশ। চার অর্থবছরের মধ্যে প্রবৃদ্ধির এই হার সর্বনিম্ন। বিনিয়োগ বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, গত অর্থবছরে দেশীয় উদ্যোক্তাদের বিনিয়োগ নিবন্ধন আগের অর্থবছরের তুলনায় কমেছে ১৭ শতাংশ। অন্যদিকে যৌথ ও বিদেশি মালিকানাধীন বিনিয়োগ নিবন্ধন ৩৯ শতাংশ কমেছে। তথ্যমতে, ব্যাংক খাতে এক বছরে ২৮ হাজার কোটি অলস টাকা বেড়েছে। অন্যদিকে অনিয়ম, দুর্নীতি ও জালিয়াতির কারণে ব্যাংক খাত থেকে বেরিয়ে গেছে প্রায় ২৫ হাজার কোটি টাকা। হলমার্ক, বিসমিল্লাহর মতো বড় বড় ঋণ কেলেঙ্কারির ঘটনায় পুরো ব্যাংক খাত বিপর্যস্ত হয়ে পড়েছে।

সূত্রমতে, বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ ১৬ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, বিশাল রিজার্ভ অলস বসিয়ে রাখলে উল্টো ফল বয়ে আনবে। যা মূল্যস্ফীতির গতিকে উসকে দেবে। ফলে জীবনযাত্রার ব্যয় বাড়বে। এ বিষয়ে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, রাজনৈতিক অনিশ্চয়তায় সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে অর্থনীতির। সংঘাতময় রাজনীতির আশঙ্কায় অর্থনীতি স্থবির হয়ে পড়েছে। সুশাসনের অভাবে সম্প্রতি ব্যাংক খাতেও নৈরাজ্যের সৃষ্টি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমদ বলেন, রাজনৈতিক অস্থিরতায় ব্যাংক, শেয়ারবাজার, ব্যবসা-বাণিজ্য সব ক্ষেত্রে অনিশ্চয়তার ছায়া পড়েছে। যা দেশের সামষ্টিক অর্থনীতিকে প্রভাবিত করছে। ফলে অর্থনীতিতে এক ধরনের স্থবিরতা নেমে এসেছে। যা অর্থনীতির গতিতে মন্থর অবস্থার দিকে নিয়ে গেছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.