আমাদের কথা খুঁজে নিন

   

প্রতিযোগিতামূলক নিয়োগ পরীক্ষার প্রস্তুত

১.পত্র লেখকের ঠিকানা কোন অংশে লিখতে হয়?

ক. পত্রের উপরে ডান পাশে

খ. পত্রের নিচে বাম পাশে

গ. পত্রের নিচে ডান পাশে

ঘ. পত্রের নিচে বাম পাশে

২.'দিবারাত্রির কাব্য' কার লেখা উপন্যাস?

ক. মানিক বন্দ্যোপাধ্যায়

খ. শরৎচন্দ্র চট্টোপা গ. বুদ্ধদেব বসু

ঘ. অমিয় চক্রবর্তী

৩.'হুমায়ূন আজাদ' কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন?

ক. রাজশাহী বিশ্ববিদ্যালয়

খ. ঢাকা বিশ্ববিদ্যালয় (বাংলা বিভাগ)

গ. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

ঘ. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

৪."গোড়ায় গলদ" রবীন্দ্রনাথের কোন ধরনের সাহিত্য কর্ম?

ক. প্রহসনখ. নাটক

গ. উপন্যাসঘ. প্রবন্ধ

৫. 'কাফনের মিছিল' কাব্যের রচয়িতা কে?

ক. ডিএল রায়খ. জসীমউদ্দীন

গ.সেলিম আল দীনঘ. বুদ্ধদেব বসু

৬. 'টালত মোর ঘর নাহি পড়বেশী।

হাঁড়িতে ভাত নাহি নিতি আবেশী।'

চর্যাপদের এ দুটো লাইন রচনা করেছেন কে?

ক. শবরীপাখ. ঢেণ্ডন পা

গ. লুইপাঘ. ভাদে পা

৭.'আনারকলি' নাটকের রচয়িতা-

ক. শাহাদৎ হোসেনখ. শাহাদাত আলী

গ. আব্দুল করিমঘ. উপরের কেউ নয়

৮.শ্রীচৈতন্য দেবের বাল্য নাম কী?

ক. অনিম খ. নিমাই গ. ব্যাদবেস ঘ. দীপ্ত

৯.রোমান্টিক কাব্য ধারার প্রথম কবি কে?

ক. দৌলত কাজীখ. শাহ মুহম্মদ সগীর

গ. মরদনঘ. আব্দুল হাকিম

১০.লোক-মুখে প্রচলিত গাঁথা কাহিনী, গান, ছড়া, প্রবাদ প্রভৃতিকে বলে-

ক. লোক সাহিত্যখ. ছড়া

গ. ব্রতকথাঘ. ধাঁধা

১১.বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক কে?

ক. স্বর্ণকুমারী দেবীখ. অনিলা দেবী

গ. বেগম রোকেয়াঘ. সুফিয়া কামাল

১২.কবি গানের প্রথম কবি কে?

ক. বিদ্যাপতিখ. শৈবরাজ

গ. নিমাইঘ. গোঁজলা গুই

১৩.কোন শব্দ গঠনে বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে?

ক. অনাবৃষ্টিখ. নিমরাজি

গ. খাস কামরাঘ. লাপাত্তা

১৪.কবি বড়ু চণ্ডীদাসের প্রকৃত নাম কী?

ক. কবিগুরুখ. জয়দেব

গ.অনন্ত বড়ুয়াঘ. চণ্ডী

১৫.বচন, লিঙ্গ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?

ক. ধ্বনিতত্ত্বে খ. শব্দতত্ত্বে বা রূপতত্ত্বে

গ. বাক্যতত্ত্বে ঘ. কোনোটিই নয়

১৬'শূন্যপুরাণ' রচনা করেছেন-

ক. রামাই পণ্ডিতখ. হলায়ূধ মিশ্র

গ. বিদ্যাপতিঘ. উপরের কেউ নয়

১৭.'মুক্তিযুদ্ধের চেতনা'-কার লেখা?

ক. আব্দুল নূরখ. আবু মূসা

গ. আলাউদ্দীন আল আজাদ

ঘ. সেকান্দার আবু জাফর

১৮'নব কবি শেখর' কার উপাধি?

ক. বড়ুয়ারখ. জ্ঞানদাসের

গ. বিদ্যাপতিরঘ. মানিক দত্তের

১৯."ঘুমকাতুরে ঈশ্বর" উপন্যাসের রচয়িতা কে?

ক. সেলিনা হোসেনখ. সেলিম আল দীন

গ. অক্ষয় কুমার দত্ত

ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

২০.'ণ-ত্ব বিধান' ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?

ক. বাক্যতত্ত্বেখ. ধ্বনিতত্ত্বে

গ. রূপতত্ত্বেঘ. ছন্দে

উত্তরমালা : ১.ক ২.ক ৩.খ ৪.ক ৫.খ ৬.খ ৭.ক ৮.খ ৯.খ ১০.ক ১১.ক ১২.ঘ ১৩.ক ১৪.গ ১৫.খ ১৬.ক ১৭.ক ১৮.গ ১৯.ক ২০.খ।

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.