দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। এতে ঘোষিত তফসিল কেন বেআইনি ঘোষণা করা হবে না- মর্মে রুল চাওয়া হয়েছে। রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ঘোষিত তফসিল স্থগিত চাওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ গতকাল সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন।
এর আগে তফসিল ঘোষণার আগে আদালতের পর্যবেক্ষণ অনুসারে সংসদ না ভাঙায় ২৬ নভেম্বর এই আইনজীবী একটি আইনি নোটিস পাঠান। নোটিসের জবাব না পাওয়ায় এ রিট দায়ের করা হয়। রিট আবেদনে মন্ত্রিপরিষদ সচিব, আইনসচিব, প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবকে বিবাদী করা হয়েছে। ২৫ নভেম্বর দশম জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী ৫ জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।