আমাদের কথা খুঁজে নিন

   

ছাত্রলীগের সহায়তায় তুহিনের রগ কাটে শিবির

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নতুন কমিটিতে পদবঞ্চিত কিছু নেতা-কর্মীর সহায়তায় সাধারণ সম্পাদক তৌহিদ আল হোসেন তুহিনের রগ কাটা হয়। পুলিশের হাতে আটক রাজশাহী মহানগর ছাত্রশিবিরের নেতা আবদুল্লাহ আল মাসুম গতকাল এ তথ্য দিয়েছে। শুক্রবার সন্ধ্যায় আটকের পর গতকাল দুপুরে মহানগর পুলিশ আয়োজিত সংবাদ সম্মেলনে মাসুম এ দাবি করেন।

সংবাদ সম্মেলনে মাসুমের দাবি, তুহিনের ওপর হামলার ঘটনায় শিবির-ছাত্রলীগের নেতা-কর্মীরা একসঙ্গে অংশ নিয়েছিল। তুহিনের সঙ্গে যারা ছিলেন, তাদের দেওয়া তথ্য মতেই তার ওপর হামলা চালানো হয়। মাসুমের এ বক্তব্য কতটুকু সত্য জানতে চাইলে মহানগর পুলিশ কমিশনার এসএম মনির-উজ-জামান বলেন, এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। আমরা শুধু তার বক্তব্যগুলো যাচাই-বাছাই করছি এবং বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গেই দেখছি। মাসুম নগরীতে পুলিশের ওপর তিন দফা হামলা ছাড়াও অসংখ্য মামলার আসামি বলে দাবি করে পুলিশ কমিশনার বলেন, সে নগরীতে সাম্প্রতিক সময়ে অন্তত ৬০টি বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আরএমপির কমিশনার এসএম মনির-উজ-জামান, অতিরক্ত পুলিশ কমিশনার সরদার তমিজ উদ্দিন, উপপুলিশ কমিশনার (পশ্চিম) তানভীর হায়দার চৌধুরী, আরএমপির দাঙ্গা পুলিশের উপ-কমিশনার আওলাদ হোসেন, মহানগর গোয়েন্দা থানার ওসি আলমগীর হোসেন প্রমুখ। প্রসঙ্গত, গত ২২ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে রাবির সৈয়দ আমীর আলী ও মাদার বখস হলের সামনে দুর্বৃত্তরা ছাত্রলীগ নেতা তুহিনের ওপর হামলা করে তার ডান হাত ও দুই পায়ের রগ কেটে দেয়। এ ছাড়াও শরীরের অসংখ্য স্থানে ধারালো অস্ত্র দিয়ে জখম করে। ওই হামলার সময় গুলিতে আহত হন রাবি ছাত্রলীগের সমাজসেবাবিষয়ক সম্পাদক শাওন সরকার।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.