নির্বাচনী এলাকা উন্নয়নে প্রত্যেক সংসদ সদস্যকে ১৫ কোটি টাকা করে থোক বরাদ্দের সরকারি সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ ৬ সপ্তাহের জন্যে স্থগিত করেছে আপিল বিভাগের চেম্বার জজ। সংসদ সদস্যদের জন্যে সরকারের থোক এ বরাদ্দ নিয়ে হাইকোর্টের দেয়া আদেশ
স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে সরকার পক্ষ। ওই আবেদনের উপর শুনানি শেষে সোমবার এ আদেশ দেন চেম্বার জজ বিচারপতি এবিএম খায়রুল হক। সংসদ সদস্যদের অর্থ বরাদ্দের সরকারি সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে গত ১৬ আগস্ট হাইকোর্টে রিট করেন জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল হক বাবলু। শুনানি শেষে আদালত বরাদ্দ স্থগিতের আদেশ দেয়। সরকার পক্ষে আদালতে শুনানিতে অংশ ডেপুটি এটর্নি জেনারেল মোস্তফা জামান ইসলাম। রিটকারীর পক্ষে শুনানি করেন এডভোকেট ইউসুফ আলী।
উল্লেখ্য, গত ৯ আগস্ট একনেকের সভায় সংসদ সদস্যদের নির্বাচনী এলাকার উন্নয়নে বছরে ৩ কোটি টাকা করে ৫ বছরে ১৫ কোটি টাকা বরাদ্দ দেয়ার সিদ্ধান্ত হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।