আমাদের কথা খুঁজে নিন

   

তৃতীয় মাত্রার উপস্থাপক জিল্লুর রহমান ও মুন্নি বদনাম হুয়ি !

সত্য যিনি সৃষ্টি করেছেন... আমার জন্য তিনিই যথেষ্ট ! হালের জনপ্রিয় অনুষ্ঠান তৃতীয় মাত্রার উপস্থাপক জনাব জিল্লুর রহমানের জনপ্রিয়তা সম্ভবত এখনো হানিফ সংকেতকে ছারিয়ে যায়নি। মুন্নি বদনাম হুয়ির কথা বাদই দিলাম। উপস্থাপ্নায় পারদর্শী এই ভদ্রলোক আলোচনার উপাদানটি দিয়ে শুরু করে বাকি সময় চুপ করেই থাকেন, এবং সময় বুঝে টুকটাক মন্তব্য/প্রশ্ন করেন। প্রধানমন্ত্রী নিজেও এই অনুষ্ঠান দেখেন বলে চাউর আছে ! আন্দালিভ পার্থকে এক অনুষ্ঠানে জিল্লুর বললেনঃ “ আপনি রাজাকার বলেলেও আমি রাজাকার না, আপনি মুক্তিযোদ্ধা বললেও আমি মুক্তিযোদ্ধা না” - ইদানিং পাইকারি হারে যেভাবে মানুষকে আম/বাম/বিম্পি/ছাগু ট্যাগ লাগানো শুরু হইসে সেই প্রেক্ষিতে তার এই কথাটি বেশ গুরুত্বপুর্ণ ! সাধারনত উপস্থাপক আলোচনার চেয়ে শুনতে বেশি পছন্দ করলেও ইদানিং তাকে কিছু কিছু বিষয় নিয়ে মন্তব্য করতে দেখা যায়, যেমন শাহবাগ নিয়ে। এর কারন হয়তো আন্দালিভকে করা জিল্লুরের মন্তব্যের মধ্যেই নিহিত আছে। তবে পুরোদস্তুর একজন প্রফেশনাল সাংবাদিক হিসেবে তিনি সুনাম কুড়িয়েছেন এবং যথেষ্ট নিরপেক্ষতার সাথে উপস্থাপনা করার চেষ্টা করছেন। তাকে আমার ভাল লাগে, অনেকের হয়তো লাগেনা। আজকে ফেসবুকে তার ফলোয়ার সংখ্যা ৫০০০০ ছাড়ালো। অভিনন্দন জিল্লুর !

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।