আমাদের কথা খুঁজে নিন

   

শেখ জামাল দোলেশ্বর গাজী ট্যাংকের জয়

মাত্র ২ রানের জন্য সেঞ্চুরির দেখা পাননি সাবেক টেস্ট ক্রিকেটার রকিবুল হাসান। অপরাজিত থাকেন ৯৮ রানে। তিনি সেঞ্চুরি না পেলেও জয় পেয়েছে তার দল গাজী ট্যাংক। ওয়ালটন প্রিমিয়ার ক্রিকেটের সুপার সিঙ্রে প্রথম পর্বের খেলায় গতকাল গাজী ১৪২ রানের বড় ব্যবধানে হারিয়েছে কলাবাগান ক্রিকেট একাডেমিকে। দিনের অন্য খেলায় জয় পেয়েছে প্রাইম দোলেশ্বর ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। প্রাইম দোলেশ্বর ৫৬ রানে হারিয়েছে প্রাইম ব্যাংককে এবং মোহামেডানকে ৪ উইকেটে হারিয়েছে শেখ জামাল।

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে রকিবুলের অপরাজিত ৯৮, ইমরুল কায়েশের ৬৪, আফতাব আহমেদের ৫৩ ও নেদারল্যান্ডসের রায়ান ডেসক্যাটসের অপরাজিত ৫৪ রানে ভর করে ৫০ ওভারে ৪ উইকেটে ৩৩৭ রান করে গাজী ট্যাংক। রকিবুল ইনিংসটি খেলেন ৬৪ বলে ১০ চার ও ৫ ছক্কায়। তার স্ট্রাইক রেট ছিল ১৫৩. ১৩। তবে সবাইকে ছাড়িয়ে গেছেন ডেসক্যাটস। তিনি মাত্র ২৬ বলে ১ চার ও ৭ ছক্কায় করেন ৫৪ রান। স্ট্রাইক রেট ২০৭.৬৯। ৩৩৮ রানের টার্গেটে খেলতে নেমে ৪৫.৩ ওভারে ৯ উইকেটে ১৯৫ রান তুলে কলাবাগান ক্রিকেট একাডেমি। ব্যাট করেননি দেওয়ান সাবি্বর। ১১ ম্যাচে গাজীর এটা অষ্টম জয়।

ফতুল্লা স্টেডিয়ামে দুই প্রাইমের লড়াইয়ে জয় পেয়েছে প্রাইম দোলেশ্বর। দুই দলের প্রথম পর্বের লড়াইয়েও জিতেছিল দোলেশ্বর। গতকাল ফতুল্লায় প্রথমে ব্যাট করে দোলেশ্বর ৫০ ওভারে ৭ উইকেটে ২৪৪ রান করে। দলের পক্ষে সর্বোচ্চ ৪৯ রান করেন ওপেনার মেহেদী মারুফ। জবাবে প্রাইম বাংকের ইনিংস গুটিয়ে যায় ৪৯.৩ ওভারে ১৮৮ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন শ্রীলঙ্কান ক্রিকেটার শিহান জয়সুরিয়া। প্রাইম দোলেশ্বরের এটা অষ্টম জয়। দোলেশ্বরের পক্ষে ৩ উইকেট নেন ফরহাদ রেজা।

বিকেএসপিতে মোহামেডানকে পাত্তাই দেয়নি শেখ জামাল। পেসার শুভাশীষ রায় ও স্পিনার তানভীর হায়দারের ঘূর্ণিতে মতিঝিল পাড়ার দলটি মাত্র ১৬৫ রানে গুটিয়ে যায়। ১৬৬ রানের টার্গেটে খেলতে নেমে মুশফিকের অপরাজিত ৭৪ রানে ভর করে হাতে ৪ উইকেট রেখে জিতে যায় ধানমন্ডি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.