আমাদের কথা খুঁজে নিন

   

ম্যাককালামের ব্যাটে কিউইদের আশা

টানা দ্বিতীয় সেঞ্চুরি করলেন নিউজিল্যান্ডের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। প্রথম ম্যাচে অবশ্য ডাবল সেঞ্চুরি করেছিলেন। এ ম্যাচে ১১৪ রানে অপরাজিত রয়েছেন। অধিনায়কের ব্যাটেই জিইয়ে রয়েছে নিউজিল্যান্ডের ম্যাচ বাঁচানোর আশা। তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ২৫২ রান করেছে স্বাগতিকরা। লিড ৬ রানের। নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ১৯২ রানে অলআউট হওয়ার পর ভারত তাদের প্রথম ইনিংসে ৪৩৮ রান করেছিল। ম্যাককালাম ও ওয়াটলিংয়ের ১৫৮ রানের জুটি কাল নিউজিল্যান্ডকে অঙ্েিজন দিয়েছে। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও নিউজিল্যান্ডের ব্যাটিং বিপর্যয় ঘটেছিল। ৯৪ রানে ৫ উইকেটের পতনের পর মনে হচ্ছে ভারত হয়তো তিন দিনেই জিতে যাবে ম্যাচটি। কিন্তু ওয়াটলিংকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন ম্যাককালাম। ষষ্ঠ উইকেটে তাদের অপরাজিত ১৫৮ রানের জুটিই স্বপ্ন দেখাচ্ছে ব্লাক ক্যাপসদের। দিন শেষে ৫২ রানে অপরাজিত ছিলেন ওয়াটলিং। তাছাড়া ভারতের বিপক্ষে ষষ্ঠ উইকেট জুটিতে নিউজিল্যান্ডের এটি সর্বোচ্চ রানের নতুন রেকর্ড।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.