আমাদের কথা খুঁজে নিন

   

উদ্বেগজনক খবর



আন্তর্জাতিক চুক্তিতে সংবিধান লঙ্ঘন আহমেদ দীপু অন্য দেশের সঙ্গে চুক্তি স্বাক্ষরের ক্ষেত্রে এ দেশের সরকারগুলো সংবিধান লঙ্ঘন করে চলেছে। দেশের সংবিধান অনুযায়ী, জাতীয় নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট নয়_এমন যেকোনো আন্তর্জাতিক চুক্তি রাষ্ট্রপতির মাধ্যমে জাতীয় সংসদে উপস্থাপন করার কথা, যাতে দেশের জনগণ চুক্তিটির বিষয়ে বিস্তারিত জানতে পারে। কিন্তু বর্তমান ও অতীতের কোনো সরকারই তা করেনি। তবে একমাত্র ব্যতিক্রম হচ্ছে গঙ্গার পানিবণ্টন চুক্তি। ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পাদিত এ চুক্তি নিয়ে সংসদে আলোচনা হয়েছে। এটি ছাড়া আর কোনো আন্তর্জাতিক চুক্তির বিষয়ে দেশের জনগণ আগেও কিছুই জানতে পারেনি, এখনো পারছে না। অনেক ক্ষেত্রেই এর পেছনে অসৎ উদ্দেশ্য কাজ করে বলে কথা উঠেছে। আন্তর্জাতিক চুক্তি প্রসঙ্গে সংবিধানের ১৪৫ক অনুচ্ছেদে বলা হয়েছে, 'বিদেশিদের সহিত সম্পাদিত সকল চুক্তি রাষ্ট্রপতির নিকট পেশ করা হইবে, এবং রাষ্ট্রপতি তাহা সংসদে পেশ করিবার ব্যবস্থা করিবেন; তবে শর্ত থাকে যে, জাতীয় নিরাপত্তার সহিত সংশ্লিষ্ট অনুরূপ কোনো চুক্তি কেবল সংসদের গোপন বৈঠকে পেশ করা হইবে।' বিস্তারিত জানতে পড়ুন: http://www.kalerkantho.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.