এমন যদি হত আমি পাখির মত উড়ে উড়ে বেড়াই সারাক্ষন...
কখনো যদি পথ হারাও
পথের আড়ালে
দোষ দিও না আমায় ৷
কখনো যদি বিষণ্ণ হয় মন
মনের ভেতরে
অপরাধী করো না আমায় ৷
কখনো যদি খোঁজে হৃদয়
হৃদয়ের অবচেতন আকাঙ্ক্ষায় ...
নিকষ কালো নিশিতে
মোমবাতির সোনালি আভায়
পাশ ফিরে দেখো,
একদৃষ্টে তোমাকেই দেখছি, আর
সুখের আলপনা আঁকছি, ভাবছি
পূর্ণতার রূপ কত সুন্দর
কত উজ্জল ও দীপ্তিময় ....৷
(এই কবিতাটা বিশেষ একজনের জন্য লেখা...... আমি জানি কবিতাটা সে দেখবে কিন্তু ব্যাপক আফসোস ও দুখের বিষয় হল সে কখনই বুঝবে না যে এটা তার জন্যই লেখা.........)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।