আমাদের কথা খুঁজে নিন

   

গার্মেন্টে মজুরি বৃদ্ধির প্রস্তাবে মার্কিন সংস্থার সন্তোষ

যুক্তরাষ্ট্র কংগ্রেসে বাংলাদেশ ককাসের প্রতিষ্ঠাতা কো-চেয়ার কংগ্রেসম্যান যোসেফ ক্রাউলিও পদক্ষেপগুলোকে ইতিবাচক হিসেবে অভিহিত করেছেন।
বুধবার ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে সাক্ষাত করেন তারা।
গার্মেন্টকর্মীদের বেতন-ভাতা ও কারখানার কর্মপরিবেশ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বিরূপ আলোচনার প্রেক্ষাপটে শ্রমিকদের বেতন বাড়াতে গত রোববার মজুরি বোর্ড গঠন করে সরকার।
সাক্ষাতকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, জাতীয় সংসদে পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটির সদস্য সাইফুজ্জামান চৌধুরী এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের উপস্থিত ছিলেন।
সাক্ষাতকালে আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও সিইও কেভিন এম বার্ক জানান, তাজরিন ফ্যাশন এবং রানা প্লাজার মর্মান্তিক ঘটনার পর বাংলাদেশ সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ গভীরভাবে পর্যবেক্ষণ করছেন মার্কিন ব্যবসায়ীরা।

পোশাক কারখানার নিরাপত্তা ও শ্রমিকদের বেতন-ভাতা বাড়ানোর জন্যে মন্ত্রিপরিষদে নেয়া সিদ্ধান্তে আমেরিকার বড় বড় কোম্পানি সন্তোষ প্রকাশ করেছে।
শ্রম আইনের সংশোধনের সিদ্ধান্তকেও তারা স্বাগত জানিয়েছেন বলে কেভিন এম বার্ক জানান।
মার্কিন প্রতিষ্ঠানগুলো বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি অব্যাহত রাখার কথা ভাবছে বলে তিনি জানান।
সাক্ষাতকালে শ্রমিক নেতা আমিনুল ইসলামের হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ার অগ্রগতি নিয়ে জানতে চান কংগ্রেস সদস্য ক্রাউলি।
পররাষ্ট্রমন্ত্রী কংগ্রেসম্যানকে নিশ্চিত করেন, পোশাক কারখানার নিরাপত্তা ও কাজের পরিবেশ উন্নত করতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে।

ন্যায়সঙ্গত মজুরি বৃদ্ধির ব্যাপারেও আন্তরিকতার অভাব নেই।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.