রোববার দুপুরে মন্ত্রণালয়ে পোশাক ও শিল্পমালিকদের সঙ্গে এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, “হেফাজতে ইসলামের আমির আহমেদ শফির ইন্ধনে পোশাক শিল্পে অসন্তোষ দেখা দিয়েছে।”
ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে গত সপ্তাহে প্রায় প্রতিদিনই ঢাকা, গাজীপুর, সাভার ও নারায়ণগঞ্জে বিক্ষোভ অবরোধ করে ব্যাপক ভাংচুর চালায় শ্রমিকরা। নৌমন্ত্রী শাজাহান খান ও স্বরাষ্ট্র মন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের নিয়ে দফায় দফায় বৈঠক করে শ্রমিকদের শান্ত হওয়ার আহ্বান জানালেও অসন্দোষ চলতে থাকে।
হেফাজত ছাড়া আর কেউ বিশৃঙ্খলায় ইন্ধন দিচ্ছে কি না জানতে চাইলে শ্রমমন্ত্রী বলেন, “যারা দেশের আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করছে তারাও এর সঙ্গে জড়িত।”
মন্ত্রী বলেন, নভেম্বরের প্রথম সপ্তাহেই পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো ঘোষণা করা হবে। যেদিন থেকে বেতন কাঠামো ঘোষণা করা হবে, সেদিন থেকেই তা কাযর্কর হবে।
পোশাক শ্র্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়ে গার্মেন্ট মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম বলেন, ঈদের আগেই পোশাক শ্রমিকদের বেতন বোনাস দেয়া হবে।
মজুরি বোর্ড যে বেতন নিদির্ষ্ট করবে সেই বেতন কাঠামোই সব কারখানা মালিক মেনে নেবেন বলেও তিনি আশ্বাস দেন।
অন্যদের মধ্যে বিকেএমইএ সভাপতি সেলিম ওসমানও বৈঠকে উপস্থিত ছিলেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।