ছপ্পনে আইজ দেইখা তোমার চান বদনী মুখ,
আগুন ঝরা ফাগুন দিলে পাইলাম বড় ছুখ।
এহন তুমি করতে আছো অন্য মাইনষের ঘর,
দিলের হকদার আমি তোমার হইয়া গেলাম পর।
বিশ্বাসের যম কইলজার মধ্যে খাবলা মাইরা কয়,
শিখায়ে দিমু হালার আশেক পেরেম কারে কয়।
প্রেমের মরা ডুইবা মরবো কই সে সমুদ্দুর,
আকাশ পাতাল স্বর্গ নরক প্রেম রসে ভরপুর।
প্রেমরস আর মন রসে জবর মাখামাখি,
লাইলি ছাড়া কেমনে বাচবো মজনুর পরাণ পাখি।
তুমি লাইলি ভালাই আছো বুকে পাষাণ বাইন্ধা,
আমি হালা ঘাটের মরা জীবন কাটে কাইন্দা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।