বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে নেত্রকোনা জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার এলে আবার কারাগারে যেতে হতে পারে---
প্রথম আলো অনলাইন পাঠকদের মন্তব্যঃ
Rahat Rafid Chowdhury:
the next election will be held under caretaker government not under any political government
মোহাম্মদ জমির হায়দার বাবলা:
প্রকৃত গণতন্ত্রের কথা সে অনুযায়ী আপনার দলের সাধারণ সম্পাদক বলেছিলেন লিখিত প্রস্তাব দেবেন। আপনি বলেছিলেন যে কোন স্থানে সংলাপ হতে পারে। কিন্তু এখন চিঠি দেয়ার বিষয়টি অনিশ্চিত হয়ে গেছে। তা ছাড়া তত্ত্ববধায়ক সরকারের (৯০% মানুষের সমর্থন আছে) বিরোধীতা করে আপনি সংলাপের পথকে সংঘাতে দিকে ঠেলে দিলেন।
Biplob:
ভালো কাজ করলে আপনাদের কেউ কারাগারে নিবে না।
যারা রাজনীতি থেকে সুবিধা নেয় তারাই তত্তাবধায়ক সরকার ভয় পায়। কিন্ত সাধারন জনগন তত্তাবধায়ক সরকার সমথৃন করে।
হেলাল:
মাননীয়া প্রধানমন্ত্রী যারাই দুর্নীতির সাথে ও অনৈতিক কাজ কর্মে জড়িত শুধু তারাই কারাগারে যাবে ! এটাতো দেশের জনগণও চায় যে দুর্নীতিবাজরা জেলে যাক এবং আশা করি আপনিও তা চান আর তাই এই মুহুর্তে আমাদের দেশে নির্দলীয় ও নিরপেক্ষ নির্বাচন হউক ।
চেয়ে দেখেন আজ পাকিস্তানে নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে কেমন একটি সুন্দর নির্বাচন হয়ে গেল কি ওখানে কি কোন তৃতীয় শক্তি হাত দিয়েছে ? তাহলে বাংলাদেশে কেন এই ব্যবস্তায় তা হতে দিচ্ছেন না ! আপনি হ্যাঁ বললেই তো নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচত হয়ে যায় আর দেশেও কোন গোলযোগের আশংকা থাকেনা ! আপনার কাছে অনুরোধ থাকবে অনুগ্রহ করে দেশবাসীকে রক্ষা করেন আর নিরপেক্ষ নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে দেশকে গৃহযুদ্ধের হাত থেকে বাঁচান । ২০১৩.০৫.১৬ ২১:৪৫ "প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার আসলে আবারও কারাগারে যেতে হতে পারে।
" না হবেনা। তখন বেগম খালেদা জিয়া আর তার দল সাজানো নির্বাচন করবার জন্য প্রথমে বিচারপতি হাসানকে বসাবার চেষ্টা করেচিলেন বিচারপতিদের অবসরের বয়স বাড়িয়ে, তারপর বশংবদ ইয়াজউদ্দীনকে নজিরবিহীনভাবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করে, তারই পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী ফখরুদ্দীনকে শিখন্ডী বানিয়ে ক্ষমতা দখল করে, আর তারই প্রেক্ষিতে আপনাদের দুই নেত্রীকে লালকোঠাবাস করতে হয়। মোটকথা সেটা পুরোপুরি বেগম খালেদা জিয়ার অসততা, আর লোভের কারণে হয়েছিল। আপনি প্রক্রিয়া অনুসরণ করলে এই ঘটনার পুনরাভিনয় হবার কোনই কারণ নেই, সেটা বোঝার জন্য পন্ডিত হতে হয়না। বরং আপনার কারণে আবার সহিংসতা তৈরি হলে সেনাবাহিনীর ক্ষমতা দখলের অজুহাত তৈরি হলে, আবার সে ঘটনা ঘটবে।
দয়া করে ক্ষমতার লোভের বলি অন্যদের বানাবেন না। দেশে কিছু হলে আপনি হয়ত আরামে আমেরিকাবাস করবেন (যেমনটা করেছিলেন ২০০১ এ, হিন্দুরা আপনাকে ভোট দিয়ে বেগম খালেদা জিয়ার গুন্ডাদের হাতে নির্যাতিত হয়েছিল আর আপনি আমেরিকা গিয়ে দিব্যি আরামে ছিলেন), আর সবাই কোথায় যাবে?
shahinur:
আপনার ধারণা কি আপনাকে একেবারে ছেড়ে দেবে তত্ত্বাবধায়ক সরকার-- এতই নিষ্কন্ঠক ছিলো নাকি আপনার ৫ বছরের আমলনামা।
Shamim:
If you done well last five years, you shouldn't worry about jail.
২০১৩.০৫.১৬ ২১:৪৬ বিরোধীদলীয় নেতার উদ্দেশে তিনি বলেন, ‘বেগম জিয়া কীভাবে বিশ্বাস করলেন, পরবর্তী তত্ত্বাবধায়ক সরকার তাঁকে আবার কারাগারে পাঠাবে না?’ চোরের মন পুলিশ পুলিশ !!!!!
Mohammad Safiqul Islam
মাননীয় প্রধান মন্ত্রী, আপনার আমলে বুঝি কোন রাজনৈতিক নেতাকে জেলে যেতে হয়নি? কাউকে জেল গেইট থেকে আবারও গ্রেফতার করা হয়নি? অনেকেই বলে দেশটা আজ কারাগারে পরিনত হয়েছে।
২০১৩.০৫.১৬ ২১:৫৭ Do not support caretaker government
Jawad
বিগত তত্ত্বাবধায়ক সরকারের নানা কর্মকাণ্ডের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তারা সমাজের কোনো অংশকে তাদের নির্যাতন ও ভীতি প্রদর্শন থেকে রেহাই দেয়নি।
প্রশ্নঃ আপনার আমলে আপনি ও আপনার দলের বাইরের কে নির্যাতন আর ভীতি প্রদর্শন থেকে রেহাই পাচ্ছে? সাথে যোগ হয়েছে আপনার সাথে ভিন্নমত পোষনকারী দেশের সম্মানিত লোকদের সম্পর্কে অত্যন্ত অপমান জনক কথা বার্তা।
MD: Aminul Islam Sampod
গত তত্ত্বাবধায়ক সরকার সমাজের সব মহল কে নয়, শুধু রাজনীতিবিদ এবং দুর্নীতিবাজদের নির্যাতন ও ভীতি প্রদর্শন করেছিল । তখন সেটা খারাপ মনে হলেও এখন ভাবছি বেটা ফখরুদ্দীন কাজের কাজটাই করেছিল । আগে জানলে দেশের মানুষ আপনার ভাঙ্গা নৌকায় চরত না । অবিশ্বাস ও আস্থাহীনতা থেকে ১৯৯৬ সালে জন্ম নিয়েছিল তত্ত্বাবধায়ক সরকার । সেই অবিশ্বাস ও আস্থাহীনতা এখনো আছে ।
সরকারের এমন কোন মহানুভবতা প্রদর্শন করেনি যে বিরোধী দল তাদের বিশ্বাস করবে ।
২০১৩.০৫.১৬ ২২:২২ যেতে হলে যাবেন , ভাল মানুষ কেন কারা গারে যাবে ! এ উদভট তত্বাবধায়ক তত্ব গনতনতের পরিপন্তি তার পর ও খমতায় যাওয়ার জন্য আপনারা উভয়েই খমতার বাইরে থাকা কালিন তত্বাবধায়কের পখখে আনদলন করেন কেন ?
Anwarul Azim
আপনি কি এই ভয়েই তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে এত ভীত?
absad
কারাগারে যাওয়ার খুব ভয় ,না?পাচ বছর যে দু:শাসন চালিয়েছেন সেই সময় মনে ছিল না এগুলো?
Anwarul Azim
ভাগ জনগণ তত্ত্বাবধায়ক চায় মর্মে প্রকাশিত সংবাদের জন্য আপনি আজ একটি পত্রিকাকে উপহাস করলেও এটা সত্যি যে দেশের অধিকাংশ জনগণ তত্ত্বাবধায়কের অধীনেই নির্বাচন চায়। আপনি বিশ্বাস করুন আর নাই করুন।
Rezaul Karim:
Honourable PM, only people who do corruption are scared of caretaker government. Then why do you worry? Ask general public 99% citizens of Bangladesh will say that caretaker govt time is the best for law and order. And political governments?? Ask people? If you dont know know, then it says a lot why you are isolated from public opinion. ২০১৩.০৫.১৬ ২২:৩১ free fare election will be held under caretaker government, Please please don't take wrong decision.
Prabir Paul
এতোই যদি দেশকে ভালোবাসেন, গনতন্ত্রকে ভালোবাসেন তাহলে ১৯৭২ সালের সংবিধানে ফিরে যাওয়াটা কেনো হলো না আমাদের ? আমরা জানি আপনারা দু নেত্রী দেশকে অসম্ভব রকম ভালোবাসেন যার প্রমান বার বার আপনারা দুজনেই আমাদের দেখিয়েছেন । আপনাদের এতো ভালোবাসার বেড়াজালে জড়িয়ে আমরা দেশের সাধারন মানুষ এখন দমবন্ধ হয়ে মারা যাওয়ার অবসথায় আছি ।
দিব্যি আপনাদের, আপনারা দয়া করে আপনাদের এ অক্রিত্তিম ভালোবাসার আবন্ধন থেকে আমাদের এখন মুক্তি দিন । ব্যাবসা ভিত্তিক রাজনীতি ও রাজনীতিক আর আমরা এদেশে দেখতে চাই না । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।