আমাদের কথা খুঁজে নিন

   

একটি মোনাফেকির নমুনা!!!! ব্রাত্য রাইসু

নিজের বিষয়ে কিছুই বলিবার নাই

আসসালামু আলাইকুম, স্বেচ্ছাচার না করা গেলে তারে স্বাধীনতা বলে না। স্বাধীনতা মানেই স্বেচ্ছাচারের অধিকার। এই কথাটি যিনি জপিয়া বেড়ান আর আর বিভিন্ন ব্লগে দাপাইয়া বেড়ান তিনি হইলেন ব্রাত্য রাইসু। সম্প্রতি তিনি ছায়ানটের নটনটি নিয়া একটি পোস্ট দিয়াছেন। আর সেই সাথে মুসলমান নাকি দুনিয়ার সকলেকেই মুসলমান বানাইতে চাহে --জাতীয় বক্তব্য দিয়া মন্তব্য করিয়াছেন।

আমি সেই মন্তব্যের প্রতিবাদ করিয়া মন্তব্য করিবার পরে খেয়াল করিলাম তিনি আমার মন্তব্য মুছিয়া দিয়াছেন। আর আমাকে কমেন্ট ব্যান করিয়াছেন। এই হইতেছে প্রগতিশীলগণের অপরের মতামতের প্রতি শ্রদ্ধার নমুনা। উহারা যে-পরিমাণ অসহনশীল তাহার পরেও আমাদিগকে সহনশীলতার শিক্ষা দিয়া বেড়ান। এইসব মোনাফিকগণকে চিনিতে আমাদের আর বাকী নাই।

পরম করুণাময় আমাদিগকে সহজ সরল পথে চলিবার তাওফিক দিন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.