নিশীথ রাতের বাদল ধারা
আধুনিকতা
জাগিছে দেখো বাংলার নারী
পরে জিন্সটপস ছেড়েছুড়ে শাড়ি,
চোখে সানগ্লাস, চুলে ব্বকাট, ওষ্ঠে মদিরা হাসি
কপালেতে টিপ, চুলে বেলীফুল, সেসব নেহাতই বাসি।
একহাতে ব্যাগ আর হাতে বয়ফ্রেন্ড--
ফ্যাসনের সাথে দুইই বদলে- এই আজকের ট্রেন্ড।
অফিস সোশাল, পার্টির ফ্লোর, ঘরোয়া অনুষ্ঠান
দশভূজা তারা, সবখানে ফিট, রাখে বংশের মান।
বিয়ে যদি করে সবকটি দিক যাচাই-বিচার করে
অর্থ জৌলুশ মুষ্ঠিবদ্ধ; প্রেম অনুরাগ? তার পরে!
স্বামীটিও তার আধুনিক বেশ, যথোপযুক্ত বটে
টাকা, পরকীয়া সব পিছে ছোটে, বুদ্ধি ধরে যে ঘটে!
সেল হাতে নিয়ে ব্যস্ত নারী দিবস কিম্বা রাতে
অবসর নেই এই ভাববার, কি গেল স্বামীর পাতে
রাতে ঘরে ফিরে ক্লান্ত শরীরে সন্তানেরে ডাকে
খেয়েছ সোনা? হোমওয়ার্ক শেষ? মিস করেছ মাকে?
সোনা মাথা নাড়ে, গুডনাইট কিস দেয় তার জননীরে
কবে বড় হবে, আমেরিকা যাবে, ত্যাগি এই বাড়িটিরে
এই আশা বুকে বড় হয়ে উঠে আগামী দিনের নারী
হ্যাপিনেস চাই, ক্যারিয়ার চাই, চাই টাকা কাড়ি কাড়ি।
চক্রাকারে যদি এই চলে, দুঃখে ভরিবে ধাম
জীবনসায়ানে দিতে হবে তার চোখের জলেতে দাম
শিক্ষা লভে আধুনিক হও, দশদিকে কর জয়
ভুলে যেও না নিজ সংস্কৃতি, বাঙালী পরিচয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।