আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের আধুনিকতা বনাম পশ্চিমী আধুনিকতা-শেষ পর্ব

পাখি পর্ব চলছে

আমার এই লেখাটি অনেকের ভাল লেগেছে মনে হয়। আর তাই বোধ হয় ক্যাটাগরী হবার অপেক্ষায় এটি মনোনীত হয়েছে। ধন্যবাদ সমস্ত ব্লগার এবং কর্তৃপক্ষকে। উপনিবেশিক ভারতের ইতিহাস কখনোই সোজাপথে চলেনি। বারবার পথ পরিবর্তন করেছে।

এই পরিবর্তনের ধারাবাহিকতায় নানান কিছু যুক্ত হয়েছে আমাদের সংস্কৃতিতে। এই পরিবর্তনগুলো একটু চোখ-কান খোলা রাখলেই বোঝা যায়। মূলত ব্রিটিশ শাসিত ভারত তার সামাজিক, আর্থিক কিংবা রাজনৈতিক উত্তরণের জন্য ব্রিটেনকে আদর্শ হিসেবে বরণ করে। যেমন- জাপান ১৮৬৮ সালে ইউরোপের বিভিন্ন দেশকে তাদের অনুকরণের আদর্শ হিসেবে বেছে নেয়। এই সময়কে জাপানের ইতিহাসে মেইজি যুগ বলা হয়।

এই মেইজি যুগের পূর্বে জাপান প্রায় ২৫০ বছর সামুরাই যোদ্ধা সম্প্রদায় তোকুগাওয়া শোগুন গোষ্ঠীর শাসনাধীনে ছিল। মেইজি যুগেই জাপান আধুনিকায়নের পথে যাত্রা শুরু করে। কিন্তু ভারতের ইতিহাসে এই রকম কোন বিভাজনের রেখা দেখা যায় না, যেখান থেকে ভারতের আধুনিকতার যাত্রা শুরু বলা যায়। বরং ভারতীয় আধুনিকতার অনেকগুলো লক্ষণ বিভিন্ন সময় প্রকাশিত হয় বলে পণ্ডিতগন ধারনা করেন। এই বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের জীবন যাপন চর্চা শুরু হয়।

আর এই চর্চার সূত্রপাত করেন ভারতীয় এলিট শ্রেণী-তথা সামন্ত প্রভু কিংবা রাজকর্মচারীরা। সেভাবেই নানান সময় অতিবাহিত হয়। একারণেই, আমাদের ইতিহাসের সূত্র বেশ স্পষ্ট ভাবে পাওয়া যায় যে সময় থেকে- সেই মোগল বা তার পূর্ববর্তী আমলের ইতিহাস খুঁজলে ঠিক এমন সূত্রগুলোই পাওয়া যাবে। ভারতীয় রেঁনেসা বলে যে বস্তুটির উল্লেখ আমাদের ইতিহাসে পাওয়া যায় সেটি আসলে পিশ্চিমী মাপকাঠিতে হিসাব করা হয়। রেঁনেসার যে লক্ষণগুলোর কথা উল্লেখ করা হয় সেরকম অনেক লক্ষণ অনেক জাতিতেই পাওয়া গেছে বিভিন্ন সময়ে।

সুতরাং পশ্চিমী মাপকাঠিতে ভারতীয় রেঁনেসাকে মাপলে সেটি ঠিক হবে না। এই পোস্টের এখানেই সমাপ্তি টানছি। কারণ ঊপনিবেশিক ভারতের সামাজিক ইতিহাস খুব অল্প কথায় প্রকাশ করা সম্ভব নয়। উৎসাহী পাঠক আপাতত বোঝার জন্য পড়তে পারেন-গোলাম মুরশীদ এর হাজার বছরের বাঙ্গালী সংস্কৃতি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।