আমাদের কথা খুঁজে নিন

   

আধুনিকতা কি?

সব সময় ভাল কিছু দিতে চাই, সমাজকে, দেশকে জাতিকে।
আধুনিক হল তারাই যারা যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারে। তা হতে হবে অবশ্যই চিন্তা ভাবনা শিক্ষায় ও মননশীলতায়। কিন্তু বর্তমান তরুন প্রজন্মের মননের চর্চা অনেক কম। তারা আছে তাদের বাহ্যক রূপ চর্চা নিয়ে।

তাদের পোষাকের চাকচিক্য নিয়েই তারা আজ বেশী ব্যস্ত। তাদের ভাবনায় এটাই আধুনিকতা। বিশেষ করে এমন দেখা যায় যে, মফস্বল থেকে আসা কোন তরুন হতাৎ শহরে এসে চাক চিক্য দেখে বাবার টাকার জোরে সে এমন কিছু পোষাক কিনল যা কিনা একেবারেই দৃষ্টি কটু এবং এইটা যে পুরোপুরি ওয়েস্টার্ন হয়ে যায় তা সে চিন্তা করতেও নারাজ (এইটা আমার দেখা আমার কাছের এক তরুণীর কথা)। তাকে আমি অনেক কাছে থেকে পর্যবেক্ষণ করেছি আর এখন কষ্ট পাচ্ছি তার এও ধরনের বাহ্যিক চলনে। সে খোলা মেলা চলতেই বেশি পছন্দ করে যা কিনা তার কাছে ফ্যাশন আর আধুনিকতা।

তার মত এমন হাজারো পাওয়া যাবে আমাদের দেশে যারা মেধা ও চিন্তার বিকাশ না ঘটিয়ে তাদের পোশাকের সল্পতা তৈরী করতেই বেশি আগ্রহী। এইটা মোতেও আধুনিকতা নয়। আধুনিকতার আড়ালে তরুণ প্রজন্মের ধ্বংসের রাস্তা।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।