আমাদের কথা খুঁজে নিন

   

দেরী করে লাভ কি? ভবিষ্যতের পোস্টগুলো আজকেই দিয়ে দিলাম। (কিঞ্চিত ১৮+)

'কিছু মাতাল হাওয়ার দল... শুনে ঝড়ো সময়ের গান... এখানেই শুরু হোক রোজকার রূপকথা... / কিছু বিষাদ হোক পাখি... নগরীর নোনা ধরা দেয়ালে কাঁচ পোকা সারি সারি... নির্বান নির্বান ডেকে যায়...'

দেরী টেরী করে লাভ নাই। কখন কি হয়ে যায়!! তার উপর নাই হায়াৎ মউতের ঠিক। তাই ভবিষ্যতের পোস্টগুলো আজকেই দিয়ে দিলাম। প্রেম, বিয়ে, বাসর ঘর, ব্লগের ভবিষ্যাত সব কিছুই একসাথে পোস্টাইয়্যা আলগা ভাব লৈলাম আরকি!! ভবিষ্যতের পোস্ট : ১ আজকে সার্টিফিকেট পেলাম। এখন এইটা ভিজিয়ে সকাল বিকাল পানি খাওয়া যাবে।

ভবিষ্যতের পোস্ট : ২ বাসায় বিয়ের কথাবার্তা হচ্ছে! আহা কি আনন্দ আকাশে বাতাসে। ভবিষ্যতের পোস্ট : ৩ একটু পরে বাসর ঘরে প্রবেশ করবো। (ততদিনে নিশ্চয়ই লজ্জায় কচুগাছ হওয়ার ইমো চালু হয়ে যাবে)। যথেস্ট নার্ভাস লাগছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

ভবিষ্যতের পোস্ট : ৪ ছবি ব্লগঃ আপনাদের ভাবির বিয়ের ছবি। ভবিষ্যতের পোস্ট : ৫ আজকে আমার প্রথম সন্তান হলো(আমাকে ভক্ষন করিয়াছে)। আপনাদের দোয়ায় মা ও শিশু সবাই সুস্থ আছে। আমার মেয়ের জন্য সুন্দর একটা নাম দিন। ভবিষ্যতের পোস্ট : ৬ আজ ব্লগার রাজ সোহানের বিয়ে।

আপনারা তার জন্য দোয়া করবেন। তার ঘর আলো করে একটা বাচ্চা .... সরি ফিলিপ্স কোম্পানির বাত্তি জলুক। ভবিষ্যতের পোস্ট : ৭ আজকে সামুর মডুকে গ্রেপ্তার করা হয়েছে। প্রিয় ব্লগার বন্ধুরা এর প্রতিবাদে আপনার প্রো পিকে কালো ব্যাজ লাগান। ভবিষ্যতের পোস্ট : ৮ খালেদা জিয়ার দেওয়া পোস্টের কাউন্টারে শেখ হাসিনার পোস্ত ও আমার বক্তব্য।

(তারাও ব্লগে আসবেন আরকি!!!) ভবিষ্যতের পোস্ট : ৯ আজ সামু ব্লগের ৫০ বছর পূর্তি হলো। এই উপলক্ষে জাতিয় সংসদে বিশেষ আলোচনা হবে। আপনারা কারা কারা "ইলিটাং"(একটি যন্ত্র; কাল্পনিক) এর মাধ্যমে সে আলোচনায় স্ব শরিরে অংশ গ্রহন করবেন হাত তুলেন। ভবিষ্যতের পোস্ট : ১০ আজ ব্লগার ইশতিয়াক ভাই প্রথম নানা হয়েছেন। সে সাথে আজকে আমরা সব সিনিয়র ব্লগারও আজকে নানা (কেউ কেউ নানি) হয়ে গেলাম।

কি আনন্দ!! ভবিষ্যতের পোস্ট : ১১ ব্লগার "হাসান মাহবুব" এর ব্যানের প্রতিবাদে আজ পুরো দেশে সকাল সন্ধ্যা হরতাল পালিতো হয়েছে। এতে সর্বস্তরের জনগনের বিপুল সমর্থন ছিলো। ব্লগ কর্তিপক্ষ যদি তাকে আনব্যান না করলে আমরা আরো কঠিন কর্মসূচি দেবো। ভবিষ্যতের পোস্ট : ১২ আপনারা জানেন, "সাকরান" গ্রহের প্রানীদের আক্রমনে সামুর পৃথীবির অফিস পুরোটাই ধংস হয়ে গেছে। সামু কোনরকমে "ইতিয়পং" গ্রহের সার্ভার থেকে তার কাজ চালিয়ে যাচ্ছে।

আমি সরকারের নিরাপত্তা ব্যাবস্থার তীব্র সমালচনা করছি। সরকারে এই রকম "সাকশালী" আচরনের নিন্দা জানাচ্ছি। ভবিষ্যতের পোস্ট : ১৩ এইটা আমার মেয়ের পোস্টঃ এই মাত্র বাবা শেষ নিশ্বাশ ত্যাগ করেছেন। ইন্নাল্লিলা....।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।