শিক্ষকতা পেশায় আগ্রহী কিন্তু প্রাতিষ্ঠানিক কোন অভিজ্ঞতা নেই, এমন আগ্রহীদের জন্য করপোরেট ট্রেনিং হাউস 'স্পিড' শুরু করতে যাচ্ছে চার মাস ব্যাপি 'প্রি-সার্ভিস ইন টিচিং স্কিল্স' প্রশিক্ষণের। এ প্রশিক্ষণের আওতায় একজন প্রশিক্ষণার্থী শিক্ষকতা পেশার খুঁটিনাটি হাতে কলমে আত্নস্থ করার সুযোগ পাবেন। শ্রেণীকক্ষে কীভাবে লেকচার দিতে হয়, কীভাবে পাঠ্যসূচী ছাত্রছাত্রীদের সামনে উপস্থাপন করতে হয়, কীভাবে গ্রুপওয়ার্ক করাতে হয় অথবা কীভাবে মৌলিক ও আকর্ষণীয় অ্যাসাইনমেন্ট তৈরি করতে হয় তার যাবতীয় কলাকৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকবে এ প্রশিক্ষণে। এছাড়াও থিয়োরি ক্লাসের পাশাপাশি হাতে কলমে দেশের স্বনামখ্যাত ইংলিশ মিডিয়াম স্কুল স্কলাসটিকাতে ১৬ দিনের বাধ্যতামূলক ইন্টার্নশিপ অর্ন্তভূক্ত থাকছে। বিস্তারিত জানতে যোগাযোগঃ
'স্পিড',
৯৫, মহাখালী, ঢাকা-১২১২।
ফোনঃ- ৮৮১৯৫০০, ৯৮৮৭২৭৭ এক্সেটেনশনঃ ১২৩,১৮২।
ইমেইলঃ
ওয়েবঃ http://www.speed-bd.com
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।