আমাদের কথা খুঁজে নিন

   

শিক্ষকতা একটি মহান পেশা!!

আমিই একমাত্র ইলেক্ট্রন যে কিনা নিউক্লিয়াসে আটকে আছে

"মোবাইল ফোনে ছাত্রীকে অসঙ্গত প্রস্তাব দিচ্ছিলেন শিক্ষক। কিন্তু যিনি ফোনটি রিসিভ করে ‘হা-হু’ করছিলেন তিনি ছিলেন ছাত্রীর মা। মেয়েকে লক্ষ করে শিক্ষকের অদ্ভুত ও অনৈতিক কথা শোনার এক পর্যায়ে মোবাইল ফোন কানে রেখেই জ্ঞান হারিয়ে ফেলেন হতভাগা মা। আর এ ঘটনা জানাজানি হওয়ার পর এলাকায় এখন শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চলছে তোলপাড়। "

পুরনো খবর।

যাদের বিস্তারিত জানার ইচ্ছা। তাদের জন্য লিংক (কমেন্টে)

***

"শিক্ষকেরাই জাতির মেরুদণ্ড"
"teaching is a noble profession"
বাক্য গুলো বইয়ের পাতাতেই সীমাবদ্ধ হয়ে গেছে। বই পড়ুয়া কিশোর ছাত্রটা রাতের ঘুমে শিক্ষকতার মহান পেশা নিয়ে স্বপ্ন দেখে। আর সকালে উঠেই দৈনিক পত্রিকার পাতায় মৃত্যু ঘটে তার কচি স্বপ্নের।

হোয়াইট বোর্ডের উপর ম্যাথ স্যারের অংক কষার স্পিড দেখে ছেলেটা ভেবে নেয়,
"আমিও একদিন এভাবে অবাক করে দেবো আমার ছাত্র/ ছাত্রীদের! " পরক্ষণেই তার মেয়ে সহপাঠিনীর গায়ে হাত দিয়ে দাঁড়িয়ে থাকা স্যারকে দেখে সে আরো একবার অবাক হয়।

কিশোর ছেলেটার এই অবাক চাহনিতে মিশে থাকে লজ্জা আর ঘৃণা।

----
জানিনা আমাদের জেনারেশন কিভাবে চিন্তা করে। কিন্তু আমি আমার সম্পর্কে আমি জানি। পড়াশোনায় অমনোযোগি হলেও শিক্ষক দেখেছি অনেক।
কোচিংয়ের সেই স্যারের কথা এখনো আমি ভুলিনি, আমাদের দশ মিনিট ক্লাস নিয়ে পাশের রুমে বিশ মিনিট কাটিয়ে আসতো।

মেয়েদের উচ্চৈঃস্বরের হাসির ফাঁকেও স্যারের হাসিটা আমার কানে খুব বাজতো।

সোহানাকে চোখ দিয়ে ধর্ষণ করা সেই গ্রামের স্যারকেও আমি দেখেছি। নামীদামি স্কুলের শিক্ষক (!) পরিমলকে দেখেছি। গ্রামের আকরাম আর শহরের পরিমলের মধ্যে কোন পার্থক্য নেই। কি ভাবলেন? ওরা দুজনই শিক্ষক এজন্য কোন পার্থক্য নেই? নাহ্! ওদের মিল অন্যখানে,

"ওরা যৌন ক্ষুধায় আক্রান্ত কোন এক জানোয়ার।

শিক্ষিত (!) জানোয়ার। "

ওরা পড়ালেখা শিখেছে শিক্ষক হওয়ার জন্য না, ছাত্রীদের বুকের দিকে তাকিয়ে থাকার জন্য। যত্রতত্র গায়ে হাত দেয়ার জন্য। সুযোগ পেলেই যৌন হয়রানি করার জন্য। "

অথচ লোকগুলো খেয়াল করে না যে, জন্মের পর কেঁদে ওঠা আমার মুখে দুধ গুঁজে দেয়া মহিলাটাও এই ছাত্রীর মতোই একজন নারী।

অন্তত মায়ের কথা ভেবে "নারী জাতি"কে একটু সম্মান করা যায় না?
না...না! তা যাবে কেন!! সবাইকে
"মা-বোন" ভাবলে ছাত্রী ভাববো কারে!!
তাইনা? ছাত্রী ভাববেন তারে, যে "নারী"। আপনার মায়ের মতোই "নারী"

----
চরিত্রবান শিক্ষক আছে। তাদের সংখ্যা খুবই কম। বিপরীত লিঙ্গের প্রতি অতিরিক্ত আকর্ষণ শিক্ষকতা পেশার জন্য মারাত্মক ক্ষতিকর। তবে আপনি যদি পরিমলের মতো হতে চান তাহলে ভিন্ন ব্যপার।



আদর্শ শিক্ষক হতে গেলে আপনাকে "হিজড়া অথবা পুরুষত্বহীন" হতে হবে!
আরিব্বাস! এতো চমকে ওঠার কি আছে!
কোচিংয়ের ডিজুস মেয়ে গুলো বুয়েটিয়ান দাড়িওয়ালা স্যারটাকে "হিজড়া" বলে! স্যার নাকি ওদের সাথে হাসাহাসি করে না। চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না। ইত্যাদি ইত্যাদি অভিযোগ। মোটকথা স্যারের কোন ফিলিংসই নাই! সুতরাং সে একজন "হিজড়া"

প্রাইভেট টিউটর বাতিল। কারণ তার মধ্যে জড়তা আছে! কেন? উনি নাকি ঠিক মতো কথাই বলতে পারে না! অথচ স্যারের আসল দোষটা ছিলো টেবিলের নিচে ছাত্রীর কোমল পায়ের স্পর্শ থেকে নিজের পা কে সরিয়ে নেয়া।



ছাত্রী তোমাদের স্বাগতম!! "হিজড়া" কিংবা "জড়তাওয়ালা" স্যার পরিহার করে চলে আসো তোমরা পরিমলদের জগতে। আমরা আরো একটি খবরের অপেক্ষায় ....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.