আমাদের কথা খুঁজে নিন

   

ইসলাম বিদ্বেষী বা নাস্তিকদের অতিশয় লাফালাফি প্রসঙ্গে...

রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ

ওনাদের প্রতিঃ আওয়ামীলীগ একটা রাজনৈতিক দল, যারা কিনা আগামী নির্বাচনের কথা মাথায় রেখে প্রতিটা স্টেপ নেবার চেষ্টা করে। তাই সংবিধান সংশোধন বিষয়ক আদালতের রায় সংসদ কর্তৃক পাশ হবার আগে, লাফালাফি করিয়েন না। আগে দেখেন কোন অংশটা পাশ হয়, কোনটা বাদ যায়। সংশয়বাদীদের প্রতিঃ যদি - (১) আল্লাহর উপরে ভরসা বাদ দেওয়া হয়; এবং (২) সমাজতন্ত্রকে নিয়ে আসা হয়, তাহলে – যেটা বুঝা যায় তা হলোঃ সংবিধান মোতাবেক ভবিষ্যতে সমাজতান্ত্রিক রীতিগুলো, সরকারী কর্মকান্ডে প্রতিফলিত হওয়ার কথা (‘হবে’ বল্লাম না, কারণ আমাদের স্বভাব-চরিত্র ভালো না। বলি একটা, অথচ করি আরেকটা)।

এখন প্রশ্ন হলো, তাহলে আমরা সমাজতন্ত্র শিখবো কাদের থেকে? দেশে সমাজতন্ত্রের সোল এজেন্টদের বহুধা বিভোক্তি মূলতঃ সারাবিশ্বের সমাজতান্ত্রিক তত্ত্বের বিশাল সফলতার (?) সার্থক প্রতিফলন। তাই তুলনামূলক পড়াশুনা করা দরকার - কোনটা ভালোঃ ইসলামী নির্দেশনা নাকি সমাজতান্ত্রিক? [মূলতঃ সংবিধানে আল্লাহর উপরে ভরসার কথা থাকলেও এতদিন সেটার চর্চা আমাদের দেশে ছিল না। তাই, যেখানে ওই ভরসাটাকে পুরোপুরি প্রয়োগ করার কথা ছিল, সেখানে এখন সেটা বাদ দেওয়ার চেষ্টা চলছে… সেলুকাস!] অন্য ধর্মাবলম্বীদের প্রতিঃ আওয়ামীলীগ আগের টার্মেও ‘আল্লাহর উপরে ভরসা’ রেখেই রাষ্ট্র চালনা করেছে, অন্যরাও করেছে। কাজেই এই ‘ভরসা’ আপনাদের জন্য কোন হুমকি নয়। বরং প্রকৃত ইসলামের চর্চা হলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের অধিকার নিশ্চিত করা হবে, কারণ ইসলামের শিক্ষা সেটাই।

‘আল্লাহর উপরে প্রকৃত ভরসা-স্থাপনকারীদের’ প্রতিঃ যতদিন আইনে থাকবে, ততদিন তা মানতে হবে। কিন্তু সংবিধান কোন এবসিলিউট কিছু নয়, বরং জনগণের মতামতের ভিত্তিতে বারবার সংশোধনের বস্তু। অপর দিকে কোরানের বিধান কেয়ামত পর্যন্ত অটুট থাকবে – এটাতে শেষ নিঃশ্বাস পর্যন্ত আস্থা রাখুন। --- আওয়ামীলীগের ‘যুদ্ধাপরাধ’, ‘সংবিধানকে একটু ঘষামাজা-করণ’ - ইস্যুগুলো শেষ হয়ে গেলে আগামী একবছর পর, ঠিক এই সময়ে দলটা কি নিয়ে রাজনীতি করবে, সেটা দেখার আশায় বসে থাকলাম।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.