সহজ
সাইফ মাহদী
পুকুর
পুকুর পাড়ে বসে তখন কাটতো আমার বেলা
মন ছিলনা পড়তে বসায় সব কাজে বেশ হেলা
পাড়টা ছিলো আম গাছে আর তালের গাছে ভরা
ইচ্ছে হতো গাছের ছায়ায় লুকোচুরি করা
কাছে কোথাও অন্য সবাই খেলতো যখন খেলা
পুকুর পাড়ে বসে থেকেই কাটতো বিকালবেলা
সেই পুকুরে মাছ ছিল বেশ স্বচ্ছ ছিল পানি
বড়সি এবং মাছে শুধু লাগতো টানাটানি
বড়সি চালক এক নিমেষে মাছকে নিতো তুলে
মাছকে ধরার আনন্দে তার বুকটা যেত ফুলে
কানামাছি খেলতে আমায় করতো টানাটানি
সেই পুকুরে মাছ ছিল আর স্বচ্ছ ছিলো পানি
এখন দেখি পুকুর পাড়ের জায়গাটা খুব ফাঁকা
চোখের পলক একটি বারো যায়না তাতে রাখা
একটি মাছও আর ওঠেনা বড়সি এবং জালে
সব কিছুরই অভাব এখন, হারিয়ে গেছে কালে
সবুজ পুকুর মারলো যারা তাদের নিয়েই থাকা
পুকুর পাড়ের জায়গা এখন অনেক অনেক ফাঁকা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।