আমাদের ছড়া গুলো সমাজের আয়না,যার কাছে কোন কিছু ঢেকে রাখা যায়না!
তুই আমারে পুকুর দিলি
আমি দিলাম নদী
সমুদ্রটাই দেবো পুকুর
বড় করিস যদি
তুই দিলি এক টুকরো মেঘ
আর আমি গোটা আকাশ
আকাশ ভরা তারার দিকে
মুগ্ধ চোখে তাকাস
অনেক ভেবে হাসনা হেনার
গন্ধ দিলি তুই
তোকে দিলাম বাগান ভরা
গোলাপ বেলি জুঁই
মাটির প্রদিপ তুই দিলি আর
সুর্য দিলাম আমি
তবু আমার কাছে তোর ওই
প্রদিপ খানিই দামি,
ভালোবাসি ভালোবাসি
বন্ধু তোরে অনেক বেশি
নাইরে কোন ছল্
তোর কি চাই আর বল্ কি নিবি
আমায় সুধু সঙ্গ দিবি
থাকবি পাশে বল্ ।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।