আমাদের কথা খুঁজে নিন

   

হারানো পুকুর

গলাবাজ আর সত্যিকারের লেখক এই ব্লগে টিকে থাকে, আমি কোনটাই না

মজুমদার বাড়ীর ঠিক কোনাটায় খিড়কির দরজা পেরুলেই সেই বিশাল শান্ত এক পুকুর অটুট যৌবন সারাবছর তার বর্ষায় কিনার ভরা টলমল জল শান বাঁধানো ঘাটে সদাই নিমন্ত্রণ একটু একটু করে নিমজ্জিত পাপীরা ঝপাৎ করে পড়া শিশুদের সারল্য সাথে মাছেদের অবাধ বিচরন নুয়ে পড়া কলাকাদির ছায়া আশফল ডালের ছোঁয়াছুয়ি আর মাছরাঙাটার সময় গোনা বড়শিতে করে আকাশ আর মাটি দেখতে আসা মাছগুলো কেউ ফিরে যায় কেউ যায়না একেবেকে চলা যে চিকন সাপ সেও নিজের মতোই থাকে মানুষকে দিয়ে তার কি দরকার তবু মানুষই কিনে নেয় একদিন এত গুলো জীবন স্বপ্ন আর পথচলা কয়টা কাগজের চকচকে অহংকারে তারপর মাটির দলাগুলো চাপা দিতে থাকে একে একে সবকিছু হারানো পুকুর আজ গৌরবের অট্টালিকা (আমরা নিজেরা আমাদের এই প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করে চলেছি, এর ফল আমাদের সন্তানদেরই ভোগ করতে হবে, আর আমরা তো করছিই)


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.