নিজেকে হয় নাই চেনা
আজীবন পাটী গণীত নামক সাব্জেক্টটারে চরম ভাবে এড়াইয়া আসছি। আজ পর্যন্ত পাটি গনিতের কোন অংক আমার জীবনে কাজে লাগে নাই। ছোড কালে যে যোগ বিয়োগ গুন ভাগ করসিলাম হেইগুলান দিয়াই এই পর্যন্ত চালাইতাসি। মনে করেন একটি চৌবাচ্চার চারটি নল আছে। এম নল দিয়া পানি দিলে চৌবাচ্চাটা ভরাট হইতে লাগে চার ঘন্টা।
২য়টা দিয়া লাগে ৫ ঘন্টা, ৩য়টা দিয়া লাগে ৭ ঘন্টা। ৪র্থটা দিয়া লাগে ৮ ঘন্টা। এখন যদি একই সাথে প্রথম ও শেষ নল দিয়া পানি দেয়া হয় আর ২য় ও ৩য় নল দিয়া পানি বের করে দেয়া হয় তাইলে চৌবাচ্চাটা খালি বা পুর্ন হইতে কত সময় লাবগো? এইবার বুঝ ঠেলা! দেহি তুমার কত দৌড়!!
প্রশ্ন গুলান করার পর উস্তাদেরা ঠেঙ্গের উপর ঠেং তুইলা আরামসে পান চাবাইতো, দেইখা মনে হইতো উনি দেশের রাজা। আর আমাগ এইদিকে পায়জামা গরম করার জোগাড়। তখন থেকে এই কয়দিন আগে পর্যন্তও মনে মনে ভাবতাম “শালার এই সব অংক জিবনে একবারও কাজে লাগে নাই, অথচ যতবার অংকে ফেল করসি শুধু এই অংক গুলার কারনেই” মনে মনে উস্তাদগরে কিরাম খারাপ গালি দিসি তা আর কি কমু?
আরেকটা অংক দেখে মিজাস আগুনের মত গরম হইয়া যাইতো অংকটা ছিল এরকম,
একটি বান্দর একটি তৈলাক্ত বাঁশের আগায় উঠতে চেষ্টারত আছে, বান্দরটি ৫ মিনিটে এক ফুট উঠে আর পরবর্তী ২ মিনিটে আধাফুট পিছলাইয়া যায়।
তখনকার দিনে এই অংক দেখলে আমার মনে হইতো আমি কি বান্দর হালার উস্তাদরা দেহি আমারচে বেশী বান্দর। সারাদিন এত শয়তানি করি কিন্তু কোন দিন বান্দরের বাঁশের মাথায় উঠার ব্যপারে আমার কোন টেনশান কাজ করে নাই। কিন্তু এই উস্তাদরা হারাদিন পান চাবাইতে চাবাইতে খালি বান্দর ছাড়া আর কিছুই চোখে দেহেনা।
এই অংকটাও আমার জীবনে আজ পর্যন্ত কাজে লাগে নাই। কিন্তু আজ আমি হঠাৎ করেই এই অংক গুলার হিডেন ম্যাসেজটা ধরতে পারলাম।
মনে করেন চৌবাচ্চার অংকটার কথাই ধরি। ওটাতে মনে করেন সবগুলা নল দিয়াই সমান পরিমানে পানি নিষ্কাষন হয়। এখন এই চৌবাচ্চার দুই নল দিয়া পানি আইতে থাকলো আর দুই নল দিয়া পানি যাইতে থাকলো। তাইলে সেই চৌবাচ্চাটা ভরাট হইতে কত সময় লাগবো?
উত্তরঃ ঐ চৌবাচ্চাটা জীবনেও ভরাট হইব না।
আবার বান্দরটার কথায় আসেন, যদি বান্দরটা প্রথম দশ মিনিটে এক ফুট উঠে আর পরবর্তি দশ মিনিটে এক ফুট পিছলাইয়া যায় তাইলে ঐ বান্দর কত সময়ে বাঁশের আগায় উঠবো?
ঊত্তরঃ জীবনেও আগায় যাইতে পারব না
এবার এই দুটি অংকের শিক্ষা বা হিডেন ম্যাসেজ জানতে হলে চৌবাচ্চা ও বান্দরের জায়গায় বাংলাদেশের কথা চিন্তা করুন, এবং হিসাব করতে বসুন যে বাংলাদেশে কতদিন নাগাদ শান্তি আইবো বা কতদিন নাগাদ এই দেশের উন্নতি হইবো।
দেহি আপনেরা অংকে কিরাম ধচ!!!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।