যেখানে বিশ্বের অন্য দেশসমূহে পড়ালেখার মান উন্নত করার জন্য বিশাল অঙ্কের অর্থ বরাদ্দ দেয়া হচ্ছে, সেখানে আমাদের দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সকল ফি এর উপড় ৪.৫% হারে ভ্যাট বসানো হয়েছে। এটা কোন ধরনের মানসিকতা? সরকার কি মনে করে শিক্ষা শুধু উচ্চবিত্তদের জন্য ? সরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা বিনা বেতন ও আবাসন ছাড়াও অনেক সুবিধা ভোগ করে । বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বড় অঙ্কের ভর্তি ফি ,টিউশন ফি, নিবন্ধন ফি ছাড়াও বিভিন্ন রকমের ফি দিতে হয়। তা ছাড়াও থাকা-খাওয়ার জন্য নূন্যতম ৫,০০০ টাকা ব্যয় হয়। গড়ে মোটামুটি পর্যায়ের বিশ্ববিদ্যালয়ে পড়তে মাসে ১২,০০০- ১৬,০০০ ব্যায় হয়।
এই বিশাল অঙ্কের খরচ অনেক মধ্যবিত্ত পরিবার পক্ষেও বহন করা সম্ভব হয়না। এগুলো বাদেও যদি সরকার কে ৪.৫% হাড়ে ভ্যাট দিতে হয়, তাহলে উচ্চশিক্ষা নিম্নবিত্ত তো বটেই মধ্যবিত্তদের নাগালের বাহিরে চলে যাবে। বর্তমানেও অনেক গরিব অথচ মেধাবী শিক্ষার্থী উচ্চশিক্ষার ইচ্ছা থাকলেও সুযোগ পায়না। আর্থিক সমস্যা এর বড় কারণ । শিক্ষা সকলের মৌলিক অধিকার ।
মৌলিক অধিকার নিশ্চিত কারা সরকারের দায়িত্ব। তাই হিংসা মনোভাব বদলে দেশের সবাইকে উচ্চশিক্ষার পথ সুগম করার প্রয়োজনীয় পদক্ষেপ সরকারের নেয়া উচিৎ বলে আমি মনে করি। যদি একান্তই ভ্যাট বসাতে হয় তাহলে বিশ্ববিদ্যালয় থেকে মোট আয়ের উপর ভ্যাট বসান, শিক্ষার্থীদের ফি এর উপড় নয়। কারণ এমনিতেই বিভিন্ন রকমের ফি দিতেই অভিভাবকদের ১২ টা পার হয়ে ১ টা বেজে যায়। তার উপর ভ্যাট মোটেই কাম্য নয় ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।