করণিক: আখতার২৩৯
আমার বাহ্যিক রূপটা কেমন, তা কখনোই আমি দেখতে পাই না। আয়নার সামনে দাঁড়িয়ে যা দেখি, সেটাও আমার বিপরীত প্রতিবিম্ব, আমার ডান ওটার বামের সাথে মেলে। আমার পিঠের দিকটা কিম্বা কানের পেছনটা দেখার জন্যে একই সাথে তিনটা আয়না বিবিধ অবস্থানে আমি স্থাপন করেও ঠিকমতো দেখতে পারিনি নিজেকে। তবে আমার প্রতিবেশীরা চাইলেই আমাকে সর্বদিক থেকেই সরাসরি দেখতে পারে। আমি কেমন, সেটা আমার চে' বরং আমার প্রতিবেশীরাই ভালো জানে। কেবল প্রতিবেশীর কাছ থেকেই আমি নিজেকে জেনে নিতে পারি। --'যে নিজেকে জানলো, সে তো সবকিছুই জানলো', --এ সত্যটি জানার পর থেকেই আমি নিত্য আমার জীবন-জীবিকার ফাঁকে ফাঁকে প্রতিবেশীর পূজোয় বা আরাধনায়, প্রতিবেশীর জিকিরে বা স্মরণে ব্যস্ত থাকতে বাধ্য হই। আমার প্রতিবেশীরা সকলেই অন্ধ হয়ে গেলে আমি যে কখনোই নিজেকে চিনতে পারবো না, --এ ব্যাপারে আমি নিশ্চিত। আমার প্রতিবেশীদের কেউই যেন অন্ধ হয়ে না-যায়, --এটাই আমার চরম চাওয়া, --এরই সূত্র ধরে ধরে আমি চাই, --যে-কেউ নিত্য সাক্ষাতে কুশল বিনিময়ের পরপরই যেন আমাকে জিজ্ঞেস করে, '--ক্যামোন আছে তোমার প্রতিবেশী?'.....okay?...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।