যেহেতু নপুংসক জন্ম দেইনি সেহেতু তুইও বাবা হবি।
যে মৃতশিল্পী পুতুল গড়ে জীবিকার তাগিদে
তার সৃষ্টিতে শিল্প ভাবনার ছাপ কম হলেও
সৃষ্টির উল্লাস ম্লান হয়না। তাই দুষ্ট গরু
অথবা অবুঝ শিশুর ক্রীড়া নৈপন্যতায় যদি
সারিসারি সৃষ্টির মৃত্যু হয় তখন কান্নার রোল পড়ে বুকের গহীনে।
এ কান্না ধ্বংস স্তুপের উপর বসে স্রষ্টার কান্না
এ কান্না আগাম শ্রম বিক্রির কান্না
তখন স্রষ্টাও হয়ে ওঠে ধ্বংসের নায়ক।
যেহেতু তুই নপুংসক না সেহেতু তুই বাবা হবি নিশ্চিত।
তোর উৎপাদন যন্ত্র যেন নির্ভিক সৈনিক
তোর মাঝেও আরো নিবিড় হবে স্রষ্টার অহংবোধ,
তোর বুকে ছাতি স্পর্ষ করবে অসীম আকাশ
যেমন আমার হয়েছিল যেমন আমি হয়েছিলাম
তোর আগমনে মহোৎসব পালন করেছিলাম।
আজ আমার পিতৃত্বের অহংবোধ ধুলোয় মিশে গেছে।
আজ আমি নপুংসকের তালিকার শীর্ষে
আজ আমি দাসানুদাসের মত চির নত
এবং আজ আমি সৃষ্টিতে অক্ষম।
যারা দেখে শেখে না ঠোকে শেখে
তুই তাদের দলে, আজ তুই শিল্পপতি
লাভজনক উৎপাদনের স্বপ্নে বিভোর
পাশে ধ্বংস স্তুপ দেখেও চেতন হয়না তোর।
যেহেতু নপুংসক জন্ম দেইনি সেহেতু তুইও বাবা হবি
বাবা তোকে হতেই হবে, তা না হলে
আমার পরিত্যক্ত কুঠিরে আশ্রয় নেবে কে
আমার চির প্রস্থানে তুই হবি দৃষ্টান্ত।
১৬/০৭/২০১০
অর্চি মিডিয়া সেন্টার
প্রজাপাড়া-পীরগঞ্জ-রংপুর
সকাল ০৭ টা ০৫ মিনিট
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।