আমাদের কথা খুঁজে নিন

   

একটি অভিন্ন পোর্ট্রেট



গাঢ় কোনো আকাশ নয় আমরা দেখছি ধূসর একটি আকাশ ছিটে ছিটে দাগসমেত ক্যমন ফ্যাকাশে হয়ে আছে যেন তোমার ভাঙাচোরা মুখ- স্বপ্ন ভঙ্গের পর আয়নার ফাটলের মতো যা চৌচির হয়ে গিয়েছিল। যে মাখো মাখো নীল আকাশ একদা তোমাকে স্বপ্নাতুর করেছিল তার নক্ষত্র থেকে ছিটকে এসে পড়েছিল তপ্ত ফেরাসের গুঁড়ো। গহীন কোনো নিস্তব্ধতা ভেঙে নেমে এসেছিল অজানা কোনো ওঁঙ্কার ফাটলে ফাটলে যা চিত্রিত হয়ে আছে তোমার হৃদয়ে। খুব পরিকল্পিত তুমি জড়ো করছিলে একেকটি স্বপ্নের রেণু আঁচড়ে আঁচড়ে তৈরি করেছিলে একটি অভিন্ন পোর্ট্রেট ভলকানোর মতো ত্রাসে যা ভেসে গিয়েছিল এক অপার্থিব স্রোতে। তবু এসো আমরা আবারো রেণুগুলো কুড়িয়ে নিই একটি অভিন্ন স্বপ্নের জন্য সমস্ত নিস্তব্ধতা ভেঙে এসো ক্রিয়েটিভ কোলাহলে নামি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.