আমাদের কথা খুঁজে নিন

   

বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী যথার্থ বলেছেন



কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম গ্রেফতারকৃত বিরোধী দলীয় সকল রাজনৈতিক নেতৃবৃন্দের মুক্তি দাবি করে বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচারের নামে মানুষ কোন খেলা দেখতে চায় না। যাকে যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত করা হবে তার বিরুদ্ধে সাক্ষী-প্রমাণ থাকতে হবে। তিনি বলেন, জামায়াতে ইসলামী যদি বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাসী হয় তাহলে অন্যদের মত তাদেরও রাজনীতি করার সুযোগ আছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে নাগরিক ফ্রন্ট আয়োজিত সাম্প্রতিক রাজনীতি : গ্রেফতার আতঙ্ক ও রিমান্ডে নির্যাতন শীর্ষক একক বক্তৃতা ও প্রশ্নোত্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএনপিসহ অন্যান্য দলের নেতাদের মত আপনি একটি দলের প্রধান হিসেবে জামায়াতের শীর্ষ নেতা মাওলানা মতিউর রহমান নিজামী, মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী ও আলী আহসান মুহাম্মদ মুজাহিদের মুক্তি দাবি করেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কাদের সিদ্দিকী বলেন, বিনা অপরাধে সুনির্দিষ্ট কোন অভিযোগ ছাড়া কোন রাজনৈতিক নেতা বন্দী থাকুক তা আমি চাই না।

তিনি বলেন, যদি কাউকে রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে গ্রেফতার করা হয়ে থাকে তবে অবশ্যই মুক্তি দাবি করি। কাদের সিদ্দিকী বলেন, বর্তমান সরকার ১৮ মাসে ১৮ দিনের কাজও করতে পারেনি। সরকার তার নির্বাচনী প্রতিশ্রুতির ৯০ ভাগই লঙ্ঘন করে ফেলেছে। গত ২৭ জুন হরতালে বিরোধী দলের ওপর সরকারের পুলিশ বাহিনী ও সরকার সমর্থকদের অত্যাচার নির্যাতনের কথা উল্লেখ করে কাদের সিদ্দিকী বলেন, দেশের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট যেভাবে নিরাপত্তা পাবার কথা সেভাবেই একজন সংসদ সদস্যের নিরাপত্তা পাওয়ার অধিকার রয়েছে। কিন্তু বিরোধী দলের একজন সংসদ সদস্যকে (শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি) যেভাবে সরকারি দলের লোকেরা নাজেহাল করেছে তা লজ্জাকর।

তিনি মির্জা আববাসের বাড়িতেও হামলার নিন্দা জানিয়ে বলেন, সরকারি বাহিনী যেভাবে সেদিন গুন্ডামী করেছে তাতে চোর ডাকাতের সাথে পার্থক্য থাকলো কোথায়? তিনি বলেন, আমি যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে। তবে এটাকে পুঁজি করে যেন কেউ দালান তৈরি করতে না চায়। যুদ্ধাপরাধীদের বিচারের নামে কোন খেলা জনগণ দেখতে চায় না। মইন উ আহমেদের সাধারণ চলাফেরার সমালোচনা করে তিনি বলেন, কখনো না কখনো তিনি লাঞ্ছিত হবেনই। তিনি যদি লাঞ্ছিত নাও হন তার উত্তরসুরিরা লাঞ্ছিত হবেন।

কেননা শত বছরেও বাঙালীদের ওপর যে অপমান কেউ করতে পারেনি তিনি তা করেছেন। কাদের সিদ্দিকী বলেন, সারা দেশে যেভাবে জুলুম-নির্যাতন, গ্রেফতার এবং কারাবন্দিদের রিমান্ডের নামে নির্যাতনের অভিযোগ উঠেছে, তাতে দেশের মানুষ আজ ভীত। তিনি বলেন, দেশের গণতন্ত্রকে ক্ষুণ্ণ করতে যে নিরন্তর ষড়যন্ত্র চলছে, সরকার সেই ষড়যন্ত্রে পা দিয়েছে কিনা ভাবার বিষয়। তিনি বর্তমান অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশ দূর করতে সরকারকেই ভূমিকা রাখার আহবান জানান। একজন দায়িত্বশীল রাজনীতিবিদ হিসেবে কাদের সিদ্দিকী যা বলেছেন তা যথার্থ বলেই মনে হচ্ছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.