আমাদের কথা খুঁজে নিন

   

আত্ন কথন

Dream Today,Create Tomorrow........

জন্ম.......... নিকোশ কালো হতে তিলে তিলে মমতা চুষে আলোর ভুবনে পর্দাপণ। অসীম বিস্ময়ে তাকিয়ে থাকা কৌতুহলী নয়নগুলোর দিকে তারপর সঝোরে কান্নায় আমার উপস্থিতি জানান দেয়া। ভালোবাসা......... অপার মমতায় টেনে নিল বুকে আহ..!! কত জনমের চেনা কত আপন শরীরের গন্ধ,উষ্ণতার পরশ সকল আকুতি তারই কাছে, সে-ই যে দেহ,প্রাণ,মন আমার নব্য ভুবনে আমি তার সে আমার সবচেয়ে আপন। সর্ম্পক......... দেখেনি কভু তারে ছুঁতেও পারিনি কোনদিন তার জন্য-ই যে আমার বেঁচে থাকা তিলে তিলে বাড়ছে ভালোবাসার ঋণ কত মান অভিমান,কত আবেগ এই অদৃশ্য সূতোর টানে জীবন জীবনের জন্য মানুষ মাত্রই সে জানে। বিশ্বাস........ এ এক কঠিন জিনিস আবার এতোই সহজ সরল রক্ত ঘামে তিলে তিলে গড়া রং হীন তরল নিজকে দেখি র্দপণে স্বচ্ছ সজীব,বিশ্বাসেও তাই ভেঙ্গে গেলে গড়ি ঠিক-ই কিন্তু সেই সজীবতা আর নাই। সময়........... নিষ্ঠুর,নির্মম সদা সত্য বহমান এক নীরব স্রোতধারা কতো ভালোবাসা মায়া চিরতরে হারায় তবুও সব কি ভোলা যায়..? ভালোবাসা সে তো নশ্বর ভুলো না আমায়, তোমাদের মাঝেই খুঁজে ফিরি আমার ঈশ্বর।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।