আমাদের কথা খুঁজে নিন

   

আত্ন সম্মান

স্বাগতম থেরাপি পরিবারে

কথাগুলো মনে পড়লে কেন জানি শিউরে উঠি বার বার , কেননা মনের মাঝে শুধু প্রশ্ন জাগে আসলে কোনটি বড় " নিজের জীবন না আত্ন সম্মান???? সেব মাত্র একটি বেসরকারী পলিটেকনিকে লেকচারার হিসেবে জয়েন করেছি। বাংলাদেশের ঋতু পরিক্রমায় তখন এসে হাজির হল গ্রীম্ষ। গ্রীম্ষের তাপদাহ যেন সবকিছুকে পুড়ে ছাইঁ করে দিচ্ছে। এমনি এক সময় ক্লাস শেষ করে দুই কলিক বাসায় যাওয়ার জন্য বের হয়ে রিক্সা নিতে গিয়েই পড়তে হল বিড়ম্বনায়। গরমের কারনে সহজে কেউ যেতে চায়না ।

অবশেষে দুটি শর্তের বিনিময়ে একটি রিক্সা পাওয়া গেল। শর্তগুলো হল- ১। রিক্সা টনে নিয়ে যাব , চালিয়ে নয় !! ২। ভাড়া ৫ টাকা বেশি ‌দিতে হবে !! সব শর্ত মেনে নিয়ে রিক্সাতে উঠে দেখি লোকটি রিক্সাটি সামনে টেনে নিয়ে যতে পারছেনা। উনার শরীর কাপঁতে শুরু করল।

বললাম চাচ আপনি কি অসুস্থ ?? আপনি তো রিক্সা টানতে পারেছন না !! আপনার জ্বর না কি ?? তাহলে আমরা নেমে যায় বরং অন্য রিক্সাতে করে যাব। লোকটি বলল বাবা আপনারা নামবেন না , কষ্ট হলেও আমাকে যেতে হবে। সকাল থকে এই অবস্থার জন্য সবাই নেমে গেছে। আমরা বললাম টাকার জন্য কি নিজেকে শেষ করবেন?? লোকটি বলল বাবা কাউকে বলতে লজ্জা লাগছে। আমাদের পিড়াপিড়িতে শেষ পর্যন্ত বলতে লাগল গত দুইদিন আগে আমার কিডনির অপারেশন করেছি (যা আমাদের দেখালো) ।

আজ একটি ৪০০ টাকা দামের ইনজেকশন দিতে হবে কিন্তু আমার হাতে আছে ২২৫ টাকা । ছোট বেলা থেকে কারো কাছে হাত পাতিনি তাই ভেবেছি রিক্সা চালিয়ে হয়তো টাকাটা জোগাড় করব, কিন্তু বলে লোকটি আর কান্না থামাতে পারলনা । আমরা তার কাছ থেকে ডাক্তারের দেওয়া প্রেসকক্রিপশন নিয়ে ইনজেকশন ও কিছু ঔষধ কিনে দিলাম। ..........................................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।