দুটি মন মিলে যদি একটি বীজ বপন করে , তাকে আদর,যত্ন ও ভালবাসা দিয়ে যখন একটু বড় করা হয় তখন কাল বৈশাখী, সীডর, ভূমীকম্পের মত যত দূয়োগই আসুক না কেন মাটি তার সমস্ত শক্তি দিয়ে তাকে ধরে রাখে কারন বীজটিতে আষে যত্ন আর ভালোবাসা, কিত্তু যখন দুজনের একজন ইচ্ছে করে গাছটি উপড়ে ফেলে তখন মাটির আর ক্ষমতা থাকে না তাকে ধরে রাখার, গাছটি উপড়ে পরে ঠিকই রয়ে যায় তার শীকড়, যা কিনা প্রচন্ড কষ্ট নিয়ে লুকিয়ে থাকে মাটির ঘভিরে আর নির্বাক হয়ে আশায় থাকে যদি আবার মাথা বার করে উঠা যায় উপড়ে,,,,,হয়তো উঠা সম্ভব হয় না ...মরে পরে রয় মাটির বুকে....এর নামই কি ভালবাসা.... এর নাম যদি হয় ভালবাসা.... তাহলে ভালবাসাকে আজ থেকে ঘৃনা ছাড়া কিছুই দেয়া উচিং নয়...... আমি ও গাছটির মত বেচেঁ থাকতে চাই........
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।