আমাদের কথা খুঁজে নিন

   

আত্ন বিশ্লেষণ।

নিজের মাঝেই আমি নিজে যেন হারিয়ে যাই বারবার। অনেক দিন পরে আজ মনে হল আত্ন বিশ্লেষণ করা দরকার। তাই করলাম। আমার আমি আর দশজন স্বাভাবিক মানুষের মত আমার জীবনটা না। আমি খুব সাধারণ ভাবে জীবন যাপন করতে চাই কিন্তু পারি না।

আমার জীবনে আমি যা কিছু চেয়েছি তার ১০ ভাগও আমি পাইনি। তাই জীবনের কাছে আমার কিছু চাওয়ার নাই। আমি মোঃ আরিফ উদ্দিন, পুরাণ ঢাকার সদর ঘাট এর এক ক্লিনিকে আমার জম্ন হয় ১৯৮৩ সালের জুলাই মাসের ১২ তারিখে, সকাল ১০.৩০ এ, বাংলা তারিখ ২৮ আষাঢ় ১৩৯০, মঙ্গলবার। সেদিন হয়তো খোদার অনেক রহমত ছিল কারণ সেদিন ছিল রোজার ঈদের দিন। আমি পুরাতন ঢাকায় থাকতে ফরিদাবাদ উচ্চ বিদ্যালয়ে ক্লাস থ্রী পর্যন্ত লেখাপড়া করি।

বাবা তখন মুদি দোকানের ব্যবসা করতেন। তার মোট ৫টা দোকান ছিল। কিন্তু তিনি ব্যবসায় লস করার পর আমরা সাভার গাজীর চটে চলে আসি। সেখানে আমি গাজীরচট প্রাইমারী স্কুল -এ ক্লাস ফোর এ পড়ি। তারপর আমরা সাভার বনপুকুরে চলে আসি।

সেখানে আমি একটা প্রাইমারী স্কুল হতে ক্লাস ফাইভ পাশ করি। তারপর রেডিও কলোনী মডেল স্কুলে ভর্তি হই ১৯৯৫ সালের জানুয়ারী মাসে। ১৯৯৫ সালের মার্চ মাসের ৬ তারিখে আমার মা আমাদের ছেড়ে চলে যান। তিনি আমাদের গ্রামের বাড়ী শরীয়তপুরে মারা যান। ১৯৯৭ সালে আমি বৃত্তি পরীক্ষায় অংশ গ্রুহণ করেই, কিন্তু আমাদের সময় পর্যন্ত এই স্কুল হতে কেউ ক্লাস এইট এ বৃত্তি পায়নি, আমিও না।

২০০০ সালে এই স্কুল হতেই আমি এসএসসি পাশ করি। ২০০২ সালে সাভার মডেল কলেজ হতে এইচএসসি পাশ করি। ২০০৬ সালে ময়মনসিং পলিটেকনিক ইন্সটিটিউট হতে কম্পিউটার টেকনোলজীতে ৪ বছরের ডিপ্লোমা পাশ করি। এখানে পড়া অবস্থাতেই আমি একটি ফার্মের সাথে পার্ট টাইম জব করতাম। ২০০৬ সালের নভেম্বর মাসের ৯ তারিখে আমার প্রথম ফুল টাইম জব হয় বুয়েট (BUET) এর আইআইসিটি (IICT) তে।

এখানে এমবেডেড সিস্টেম রিসার্চ সেন্টারে টেকনিক্যাল অফিসার হিসেবে কাজ করি। তখন যে সকল প্রোজেক্টে কাজ করেছিলাম তার মধ্যে উল্লেখ যোগ্য ছিল থ্রী ফেইজ প্রিপেইড মিটার (Three Phase Prepaid Meter), ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (EVM)। এখানেই মাসুম হাবীব ভাই, সোহাগ ভাই, মঞ্জুর ভাই এবং আরো অনেক দক্ষ লোকের সাথে কাজ করার সুযোগ হয়েছিল। ২০০৭ সালের ডিসেম্ভর মাসে প্রোজেক্ট শেষ হবার কারণে আমাকে চাকুরী হতে অব্যাহতি দেয়া হয়। ২০০৮ আমি হেইজ (বাংলাদেশ) লিঃ নামক একটি ফার্মে কাজ করি।

এবছরই আমি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তে বিএসসি ইন সিএসই তে ভর্তী হই। ২০০৯ সালে আমি হামিদ গ্রুপ আইটি ডিপার্টমেন্টে জয়েন করি। ২০১১ সালের এপ্রিল মাসের ২৫ তারিখে রাত ১২.৩০ এ আমার বাবাও আমাদেরকে ছেড়ে চলে যান। তাকেও আমাদের গ্রামের বাড়ীতে দাফন করা হয়েছে। ২০১১ সালে আমি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তে বিএসসি ইন সিএসই পাশ করি।

২০১২ সালে আমি বিয়ে করে সংসারী হই। একজন ব্যাচেলর এর মৃত্যূ এবং একজন বিবাহীত লোক জন্ম গ্রুহণ করে। ২০১২ সালে আমি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তে এমএসসি ইন সিএসই তে ভর্তী হই। ২০১৩ সালে আমি আমার প্রথম পুত্র সন্তানের পিতা হই। আমার প্রথম সন্তান আরেফিন জারিফ, আমার জীবনের অবশিষ্ট শুন্য স্থানকে পূর্ণ করে দেয়।

বর্তমানে আমি হামিদ গ্রুপে সিনিয়র আইটি এক্সিকিউটিব হিসেবে কাজ করছি। বর্তমানে যতটুকু ভাল থাকার কথা ঠিক ততটুকু ভাল আছি। আর জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। যেভাবেই রেখেছেন তিনি আমাকে ভাল রেখেছেন (আমীন)। প্রথম প্রকাশঃ আমার আমি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।