আমাদের কথা খুঁজে নিন

   

আত্ন কথন

মিথ্যে এ স্বপ্ন আকা

ইচ্ছে ছিল জোৎস্না রাতে হাত ধরে হাটব দুজন...ধুলোমাখা মেঠো পথ ধরে চলে যাব পাহাড়ি নদীর ধারে। যেখানে কুলকুল করে বয়ে যায় মিষ্টি নদী আর ঝিঝি পোকার একটানা ঝি ঝি ডাক। জোৎস্নার মায়াবী আলোয় চিক চিক করে বয়ে যাওয়া নদী তীরে এক স্বপ্নীল আব্হ। দুজন দুজনের হয়ে মিশে যাব মিষ্টি রাতের মায়াবিকতায়। হয়ত মাঝে মাঝে চাদকে লুকাবে কোনো ফেরারী মেঘ।

ছলাৎ ছলাৎ শব্দে চলে যাবে আচেনা নৌকা। মাঝির কন্ঠে আচেনা মায়াবী সুর। রুপালি নদী পাড়ে ভালবাসায় সিক্ত হব দূজন। মিষ্টি রাতের জোনাক পোকার সাথী হয়ে যাব চীরতরে.. তোমাকে নিয়ে আনেক সপ্ন ছিল। মনে হত পৃথিবীর একমাত্র পুরুষ তুমি।

তোমার চোখে হারত সব। সেই সব সপ্ন ভূলে আজ বড় নিঃস্ব আমি, আমার সাথী শুধু কান্না...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।