আমাদের কথা খুঁজে নিন

   

একটি কালজয়ী বাংলা গান...

রক্তে আমার বিষের নেশা, উৎফুল্ল আমার চেতনা, প্রতিরোধের পালা এবার, মুখবুজে আর সইব না...

এই গানটি সম্ভবত হেমন্তবাবুর গাওয়া গান। ছোটবেলায় এই গানটি শুনতে শুনতে রোজ ঘুমিয়ে পড়তুম... নীল আকাশের নীচে এই পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীলাকাশ তুমি দেখেছো কি? আকাশ আকাশ শুধু নীল ঘননীল নীলাকাশ সেই নীল মুছে দিয়ে আসে রাত পৃথিবী ঘুমিয়ে পরে তুমি দেখেছো কি? তুমি রাতের সে নীরবতা দেখেছো কি? শুনেছো কি রাত্রি কান্না? বাতাসে বাতাসে বাজে তুমি শুনেছো কি? নিবীর আঁধার নেমে আসে ছায়াঘন কালো রাত কলরব কোলাহল থেমে যায় নিশীথ প্রহরী জাগে তুমি দেখেছো কি? এই বেদনার ইতিহাস শুনেছো কি? দেখেছো কি মানুষের অশ্রু? শিশিরে শিশিরে ঝরে তুমি দেখেছো কি? অসীম আকাশ তারই নীচে চেয়ে দেখো ঘুমোয় মানুষ, জাগে শুধু কতো ব্যথা হাহাকার ছোটো ছোটো মানুষের আশা, কে রাখে খবর তার? তুমি দেখেছো কি? আর শুনেছো কি মানুষের কান্না বাতাসে বাতাসে বাজে তুমি শুনেছো কি? নীল আকাশের নীচে এই পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীলাকাশ তুমি দেখেছো কি?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.